২১ রমজান: উদযাপিত হলো হজরত আলী(আ.)'এর শাহাদত রজনী
মে ২৭, ২০১৯ ১৬:২৯ Asia/Dhaka
২১ রমজান রাতে প্রাণ হারান হজরত আলী(আ.)। ১৯ রমজান ঘাতকের বিষাক্ত তরবারির আঘাতে আহত হয়েছিলেন তিনি। সেজদায় থাকার সময় হজরত আলী(আ.)এর মাথায় আঘাত করা হয়েছিল।

শোকাবহ এ রজনী ইসলামি ভাব গাম্ভীর্য এবং গভীর শোকের মধ্য দিয়ে পালন করা হয়েছে ইরানে। গত রাতের এ সব ছবি তোলা হয়েছে তেহরানের সাজমানে জনুবির কমরে বনি হাশেম মসজিদ থেকে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ