২১ রমজান: উদযাপিত হলো হজরত আলী(আ.)'এর শাহাদত রজনী
https://parstoday.ir/bn/news/iran-i70732-২১_রমজান_উদযাপিত_হলো_হজরত_আলী(আ.)'এর_শাহাদত_রজনী
২১ রমজান রাতে প্রাণ হারান হজরত আলী(আ.)। ১৯ রমজান ঘাতকের বিষাক্ত তরবারির আঘাতে আহত হয়েছিলেন তিনি। সেজদায় থাকার সময় হজরত আলী(আ.)এর মাথায় আঘাত করা হয়েছিল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২৭, ২০১৯ ১৬:২৯ Asia/Dhaka
  • ২১ রমজান: উদযাপিত হলো হজরত আলী(আ.)'এর শাহাদত রজনী

২১ রমজান রাতে প্রাণ হারান হজরত আলী(আ.)। ১৯ রমজান ঘাতকের বিষাক্ত তরবারির আঘাতে আহত হয়েছিলেন তিনি। সেজদায় থাকার সময় হজরত আলী(আ.)এর মাথায় আঘাত করা হয়েছিল।

 

ইরানে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আবেদন রয়েছে দোয়ার আসরে

শোকাবহ এ রজনী ইসলামি ভাব গাম্ভীর্য এবং গভীর শোকের মধ্য দিয়ে পালন করা হয়েছে ইরানে। গত রাতের এ সব ছবি তোলা হয়েছে তেহরানের সাজমানে জনুবির কমরে বনি হাশেম মসজিদ থেকে।#

ঘড়ির কাঁটায় তখন রাত দু'টোর বেশি, বড়দের সঙ্গে দোয়ার আসরে অংশ নিচ্ছে এ শিশুটিও

পার্সটুডে/মূসা রেজা/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।