জারিফের ওপর নিষেধাজ্ঞা জাতিসংঘ ঘোষণার লঙ্ঘন: গুতেরেসকে জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i72598-জারিফের_ওপর_নিষেধাজ্ঞা_জাতিসংঘ_ঘোষণার_লঙ্ঘন_গুতেরেসকে_জানাল_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার অত্যন্ত নির্লজ্জভাবে আন্তর্জাতিক মৌলিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে বলে তেহরান অভিযোগ করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ করেছেন ওই বিশ্ব সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০৭, ২০১৯ ০৬:৫৭ Asia/Dhaka
  • ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি
    ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার অত্যন্ত নির্লজ্জভাবে আন্তর্জাতিক মৌলিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে বলে তেহরান অভিযোগ করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ করেছেন ওই বিশ্ব সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি।

তিনি তার চিঠিতে বলেন, মার্কিন কর্মকর্তারা জারিফের ওপর নিষেধাজ্ঞা দেয়ার ঘোষণায় বলেছেন, তিনি ইরানের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে তাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। রাভানচি বলেন, ওয়াশিংটনের এ ঘোষণা খুব সহজেই একথা পরিস্কার করে দেয় যে, মার্কিন সরকার কূটনৈতিক রীতিনীতিতে বিশ্বাসী নয় বরং কূটনৈতিক তৎপরতার প্রতি দেশটি বীতশ্রদ্ধ।

 জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধির চিঠিতে আরো বলা হয়েছে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের উচিত অবিলম্বে আমেরিকার এই আইন ভঙ্গকারী পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তিনি আমেরিকার লাগাম টেনে ধরার ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের এ পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হয়। ইরানের পররাপষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার তীব্র সমালেচনা করে বলেছেন, আমেরিকা বা অন্য কোনো দেশে তার কোনো সম্পদ নেই; কাজেই এ নিষেধাজ্ঞার ফলে তার কোনো ক্ষতি হবে না।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।