ইরান-পাকিস্তান বাণিজ্য: ‘সম্ভাবনার পুরোটা কাজে লাগানো উচিত’
https://parstoday.ir/bn/news/iran-i74500-ইরান_পাকিস্তান_বাণিজ্য_সম্ভাবনার_পুরোটা_কাজে_লাগানো_উচিত’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, পাকিস্তান এবং ইরানের মধ্যে বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে; এই সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে দু দেশের কাজে লাগানো উচিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৫, ২০১৯ ১৯:২৫ Asia/Dhaka
  • পাকিস্তানের সংসদ স্পিকারের সঙ্গে ইরানি স্পিকার আলী লারিজানির বৈঠক (বামে প্রথম)
    পাকিস্তানের সংসদ স্পিকারের সঙ্গে ইরানি স্পিকার আলী লারিজানির বৈঠক (বামে প্রথম)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, পাকিস্তান এবং ইরানের মধ্যে বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে; এই সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে দু দেশের কাজে লাগানো উচিত।

লারিজানি বলেন, “ইরান এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ খুব সামান্যই। আমাদের উচিত এমন পরিস্থিতি তৈরি করা যা থেকে দুই দেশই বিরাট বড় সম্ভাবনা তৈরি করবে এবং সেই সুবিধা গ্রহণ করবে।

গতকাল (সোমবার) বেলগ্রেডে আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ’র ১৪তম অধিবেশনের অবকাশে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।

বৈঠকের পাক স্পিকার বলেন, তিনি এসব বিষয় তার দেশের বাণিজ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। পাশাপাশি তিনি লারিজানিকে পাকিস্তান সফরের দাওয়াত দিয়ে বলেন, তার সফরের মাধ্যমে ইসলামাবাদ এবং তেহরানের মধ্যকার সম্পর্ক আরো জোরালো হতে পারে।#

পার্সটুডে/এসআইবি/১৫