‘ইরান সুবিধা না পেলে পরমাণু সমঝোতা টিকিয়ে রেখে লাভ নেই’
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে ভিয়েনা বৈঠকে সর্বসম্মতভাবে একথা স্বীকার করা হয়েছে, এই সমঝোতা নিয়ে সৃষ্ট উত্তেজনার মূলে রয়েছে আমেরিকা।
তিনি আমেরিকা ছাড়া ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোর উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। গতরাতে একদিনের ওই বৈঠক ভিয়েনায় শেষ হয়েছে।

আরাকচি সাংবাদিকদের জানান, পরমাণু সমঝোতার সব পক্ষ একথা স্বীকার করেছেন যে, ইরান যদি এটি থেকে কোনো সুবিধা গ্রহণ করতে না পারে তাহলে এ সমঝোতা এগিয়ে নেয়ার আর কোনো সুযোগ থাকে না।
এ ছাড়া, পরমাণু সমঝোতা নিয়ে বৈঠকে শেষ হওয়ার পরপরই আরাকচি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নয়া মহাপরিচালক রাফায়েল গ্রোসি’র সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন। তিনি বলেন, ওই সাক্ষাৎ ফলপ্রসু হয়েছে। সাক্ষাতে গ্রোসি বলেছেন, ইরানের সঙ্গে তার সংস্থার অতীত সহযোগিতা অব্যাহত থাকবে। সাক্ষাতে ইরানের পরমাণু কর্মসূচি তদারকির বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী।#
পার্সটুডে/এমএমআই/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।