আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77104-আমেরিকার_সর্বোচ্চ_চাপ’_প্রয়োগের_নীতি_ব্যর্থ_হয়েছে_ইরান
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের ওপর আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অচলাবস্থার সম্মুখীন হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির বিরুদ্ধে আমেরিকার সর্বসাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২০ ০৭:২৫ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের ওপর আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অচলাবস্থার সম্মুখীন হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির বিরুদ্ধে আমেরিকার সর্বসাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমেরিকা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে ব্যর্থ হয়ে চরম ক্ষোভ ও হতাশা থেকে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে অবৈধ ও আক্রাশমূলক নীতি অব্যাহত রেখে গত বৃহস্পতিবার আলী আকবর সালেহির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি

এর প্রতিক্রিয়া ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় আরো লিখেছেন, আলী আকবর সালেহি একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও প্রধান সারির বিজ্ঞানী। তার নেতৃত্বে ইরানের আণবিক শক্তি সংস্থা সঠিক পথে পরিচালিত হচ্ছে।কাজেই তাকে উদ্দেশ করে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় আমেরিকার বেপরোয়া মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন সাইয়্যেদ আব্বাস আরাকচি।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।