করোনাভাইরাস মোকাবিলা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনাভাইরাস মোকাবিলার সরঞ্জামাদি তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সোমবার এক টুইটার বার্তায় এ কৃতজ্ঞতা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ সত্ত্বেও তা উপেক্ষা করে হু এবং অন্যান্য বন্ধুপ্রতীম দেশ সাহসিকতার পরিচয় দিয়েছে।
এদিকে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি গতকাল (সোমবার) এক বিবৃতি প্রকাশ করে ইরানে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ব্যাপারে তেহরানের প্রতি সংহতি প্রকাশ করেছে। ওই তিন দেশ এই প্রাণঘাতী রোগ মোকাবিলার জন্য ইরানকে প্রয়োজনীয় চিকিৎসা ও আর্থিক সহায়তা দেয়ার কথাও ঘোষণা করে।
ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ সোমবার বলেছেন, শিগগিরই ওই তিন দেশের সাহায্যসামগ্রী আকাশপথে তেহরানে পৌঁছাবে।#
পার্সটুডে/এমএমআই/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।