বিমান ও হেলিকপ্টারের যন্ত্রাংশের ৭০ শতাংশের বেশি দেশে তৈরি হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80895
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, হেলিকপ্টার এবং বিমানের ৭০ শতাংশের বেশি যন্ত্রাংশ এখন দেশেই তৈরি হচ্ছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২৩, ২০২০ ১৭:৪৯ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল হাতামি
    ব্রিগেডিয়ার জেনারেল হাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, হেলিকপ্টার এবং বিমানের ৭০ শতাংশের বেশি যন্ত্রাংশ এখন দেশেই তৈরি হচ্ছে।

তিনি আজ (মঙ্গলবার) সংসদে তার মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে আমাদের প্রচেষ্টায় বিমান ও হেলিকপ্টারের যন্ত্রাংশের ৭০ শতাংশই দেশে তৈরি করা সম্ভব হচ্ছে। বিশ্বের খুব কম দেশই এ পর্যায়ে রয়েছে।

ইরানের সংসদ

ইরানের কাছে বর্তমানে নানা মডেলের বিমান ও হেলিকপ্টার রয়েছে বলে তিনি জানান। প্রতিরক্ষামন্ত্রী সংসদকে আরও বলেছেন, মহাকাশ ক্ষেত্রেও ইরান ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ ক্ষেত্রে ইরানের অবস্থা যুগোপযোগী বলে বলে তিনি জানান।

ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।