জেনারেল সোলাইমানির গতিবিধির তথ্য সরবরাহকারীর ফাঁসি কার্যকর
https://parstoday.ir/bn/news/iran-i81590-জেনারেল_সোলাইমানির_গতিবিধির_তথ্য_সরবরাহকারীর_ফাঁসি_কার্যকর
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির গতিবিধির তথ্য সরবরাহকারী গুপ্তচর মাহমুদ মুসাভি মাজদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ (সোমবার) ভোরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে বলে বিচার বিভাগ জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২০, ২০২০ ১৪:৫৫ Asia/Dhaka
  • মাহমুদ মুসাভি মাজদ
    মাহমুদ মুসাভি মাজদ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির গতিবিধির তথ্য সরবরাহকারী গুপ্তচর মাহমুদ মুসাভি মাজদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ (সোমবার) ভোরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে বলে বিচার বিভাগ জানিয়েছে।

কিছু দিন আগেই বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি জানিয়েছিলেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের গুপ্তচর মাহমুদ মুসাভি মাজদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ইরানের বিপ্লবী আদালত তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে। বিপ্লবী আদালতের ফাঁসির রায় সুপ্রিম কোর্ট বহাল রেখেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুসাভি অর্থের বিনিময়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিসহ সশস্ত্র বাহিনীর নানা তথ্য সংগ্রহ করে সিআইএ ও মোসাদের কাছে সরবরাহ করতো। শহীদ জেনারেল কাসেম সোলাইমানির অবস্থানস্থল ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা সিআইএ ও মোসাদের হাতে তুলে দিয়েছিল এই গুপ্তচর।

গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।

পৃথিবীর এক নম্বর জেনারেল হিসেবে বিবেচিত সোলাইমানির নাম ছিলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের হিট লিস্টের প্রথম দিকে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।