নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের ক্ষতি করা যাবে না: তেলমন্ত্রী
(last modified Tue, 27 Oct 2020 04:54:37 GMT )
অক্টোবর ২৭, ২০২০ ১০:৫৪ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে
    ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তার জবাবে জাঙ্গান বলেছেন, ইরানের বাইরে তার এমন কোনো সম্পদ নেই যা আমেরিকা বাজেয়াপ্ত করতে পারে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ কর একথাও বলেছেন, তার মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল শিল্পের কোনো ক্ষতি করা যাবে না।

জাঙ্গানে নিজের অফিসিয়াল টুইটার পেজে আরো লিখেছেন, বিশ্বের ওপর এক মেরুকেন্দ্রীক শাসনের দিন গত হয়ে গেছে। আমেরিকা ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার যে ঘোষণা দিয়েছিল তাতে চরম ব্যর্থ হওয়ার পর এখন এই অসাড় নিষেধাজ্ঞা দিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন একথা স্বীকার করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে কষ্ট দেয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপের সবটুকু সামর্থ্য কাজে লাগিয়েছে।

জারিফ আরো বলেন, এখন আমেরিকার মুখ থেকে একথা শুনতে বাকি আছে যে, সে নিষেধাজ্ঞায় আসক্ত হয়ে পড়েছে। মার্কিন প্রশাসনকে উপদেশ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বদভ্যাস ত্যাগ করুন। ইরানের বিরুদ্ধে এর চেয়ে বেশি অর্থনৈতিক যুদ্ধ চালালে তার পরিণতি ওয়াশিংটনের জন্যই ভালো হবে না। #

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।