আমেরিকার পরমাণু সমঝোতায় ফেরার কোন শর্ত মানবে না ইরান
https://parstoday.ir/bn/news/iran-i85502-আমেরিকার_পরমাণু_সমঝোতায়_ফেরার_কোন_শর্ত_মানবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার ক্ষেত্রে আমেরিকার কোনো শর্ত মানবে না তেহরান। গতকাল সোমবার ইরানের ইন্তেখাব বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২২, ২০২০ ১৪:০২ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার ক্ষেত্রে আমেরিকার কোনো শর্ত মানবে না তেহরান। গতকাল সোমবার ইরানের ইন্তেখাব বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দেন।

জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনের পরমাণু সমঝোতায় ফিরে আসার সম্ভাবনা কতটা- এমন এক প্রশ্নের জবাবে সালেহী বলেন, সম্প্রতি জো বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের এই ফিরে আসাকে আমরা স্বাগত জানাই কিন্তু এই ফেরাটা অবশ্যই নিঃশর্ত হতে হবে।

জো বাইডেন

আলী আকবর সালেহি বলেন, ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যেসব শর্তের ভিত্তিতে পরমাণু সমঝোতা সই হয়েছিল সেইসব শর্তের ওপর যদি আমেরিকা সমঝোতায় ফিরে আসে তাহলে তাদেরকে স্বাগত জানানো হবে। পরমাণু সমঝোতায় নতুন শর্ত আরোপের কোনো প্রশ্নই ওঠে না। তবে আমেরিকা আসলে কি করতে চাই তা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২২