ইরানে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকা দান কর্মসূচি
https://parstoday.ir/bn/news/iran-i87024-ইরানে_মঙ্গলবার_থেকে_শুরু_হচ্ছে_করোনাভাইরাসের_টিকা_দান_কর্মসূচি
আগামী মঙ্গলবার থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসের টিকা দেয়ার কর্মসূচি শুরু হচ্ছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি আজ (রোববার) এ কথা জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২১ ২০:৫৭ Asia/Dhaka
  • ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি
    ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি

আগামী মঙ্গলবার থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসের টিকা দেয়ার কর্মসূচি শুরু হচ্ছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি আজ (রোববার) এ কথা জানিয়েছেন।

তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে ইরানের ডাক্তার ও নার্সরা এ টিকা পাবেন। সাঈদ নামাকি জানান, বিভিন্ন ধরনের ভ্যাকসিন হাতে পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে ইরান সবচেয়ে কম ক্ষতি ও কম বিপজ্জনক ভ্যাকসিন আমদানি করেছে।

ইরান প্রথম থেকেই বলে আসছে, যে সমস্ত টিকা মানবদেহে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের কাজ শেষ করেছে শুধুমাত্র সেই টিকা আমদানি করবে। তবে মধ্যপ্রাচ্যের অনেক দেশই তা করে নি।

কোভ্যাক্স থেকেও ইরান এক কোটি ৬০ লাখ টিকা কিনেছে এবং আরো অনেক টিকা আমদানি করতে হবে। ইরান সম্প্রতি রাশিয়া থেকে স্পুৎনিক ভি ভ্যাকসিনের প্রথম চালান হাতে পেয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭