ইরানের আকাশ আর্মেনিয়ার বিমান নিখোঁজ হওয়ার খবর সত্য নয়
https://parstoday.ir/bn/news/iran-i88248-ইরানের_আকাশ_আর্মেনিয়ার_বিমান_নিখোঁজ_হওয়ার_খবর_সত্য_নয়
ইরানের বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মাদ হাসান জিবাখশ তার দেশের আকাশে আর্মেনিয়ার একটি বোয়িং-৭৩৭ বিমানের নিখোঁজ হয়ে যাওয়ার খবর প্রত্যাখ্যান করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ০৫, ২০২১ ০৫:৫৯ Asia/Dhaka
  • ইরানের বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মাদ হাসান জিবাখশ
    ইরানের বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মাদ হাসান জিবাখশ

ইরানের বিমান চলাচল সংস্থার মুখপাত্র মোহাম্মাদ হাসান জিবাখশ তার দেশের আকাশে আর্মেনিয়ার একটি বোয়িং-৭৩৭ বিমানের নিখোঁজ হয়ে যাওয়ার খবর প্রত্যাখ্যান করেছেন।

তিনি বৃহস্পতিবার বার্তা সংস্থা ফার্সকে বলেছেন, আর্মেনিয়ার একটি বোয়িং-৭৩৭ বিমান ইরানের আকাশসীমা দিয়ে অতিক্রম করার সময় যান্ত্রিক গোলযোগের মুখে পড়ে। এ সময় বিমানটির পাইলট জরুরি অবতরণ করার আবেদন জানালে বিমানটিকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করতে দেয়া হয়।

জিবাখশ বলেন, আর্মেনিয়ার বিমান চলাচল কোম্পানির একটি টেকনিক্যাল গ্রুপ মেহরাবাদ বিমানবন্দরে বোয়িং বিমানটির ত্রুটি সারিয়ে তোলার চেষ্টা করছেন।

ইরানের বিমান চলাচল সংস্থার মুখপাত্র আরো বলেন, বিমানটির যান্ত্রিক ত্রুটি দূর হওয়া মাত্র এটিকে মেহরাবাদ বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেয়া হবে।

জিবাখশ বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বের যেকোনো বিমানবন্দরে জরুরি অবতরণ একটি স্বাভাবিক বিষয় এবং ত্রুটি দূর করার পর সাধারণভাবে এসব বিমান তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। ইরানের এই মুখপাত্র আরো জানান, আর্মেনিয়ার বিমানটিতে ক্রু ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।

গতকাল বৃহস্পতিবার আর্মেনিয়ার কোনো কোনো গণমাধ্যম দাবি করেছিল, তাদের দেশের একটি বোয়িং বিমান ইরানের আকাশসীমায় প্রবেশের পর নিখোঁজ হয়ে গেছে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।