ইউরোপে ইরান-আতঙ্ক ছড়াচ্ছে আমেরিকা, ইসরাইল ও সৌদি আরব: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i9388-ইউরোপে_ইরান_আতঙ্ক_ছড়াচ্ছে_আমেরিকা_ইসরাইল_ও_সৌদি_আরব_আরাকচি
ইরানের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ইউরোপীয় ব্যাংকগুলোর সহযোগিতা প্রতিহত করতে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের শক্তিশালী কিছু লবি কাজ করছে। এ অভিযোগ করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৫, ২০১৬ ১৮:৪৪ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইরানের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ইউরোপীয় ব্যাংকগুলোর সহযোগিতা প্রতিহত করতে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের শক্তিশালী কিছু লবি কাজ করছে। এ অভিযোগ করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

আজ আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ইরান যাতে উপকৃত হতে না পারে সেজন্য হাতিয়ার হিসেবে ইরান-আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে।

পাশাপাশি তিনি এও বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। ফলে ধীরে ধীরে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আব্বাস আরাকচি আরো বলেন, ইউরোপের কিছু ছোট ছোট ব্যাংক এরইমধ্যে ইরানের সঙ্গে আর্থিক লেনদেন শুরু করে দিয়েছে।

২০১৫ সালের ১৪ জুলাই জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে তেহরান। সমঝোতা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে পরমাণু কর্মসূচি সংক্রান্ত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এর বিনিময়ে নিজের পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করবে তেহরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫