দায়িত্ব গ্রহণ করেই কুয়েতি পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন পেলেন আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i96444-দায়িত্ব_গ্রহণ_করেই_কুয়েতি_পররাষ্ট্রমন্ত্রীর_অভিনন্দন_পেলেন_আব্দুল্লাহিয়ান
আনুষ্ঠানিকভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই নিজ কুয়েতি সমকক্ষের অভিনন্দনে ভাসলেন ড. হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। বুধবার সংসদের আস্থাভোটে জয়ী হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন আব্দুল্লাহিয়ান। এরপর রাতেই কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-মুহাম্মাদ আস-সাবাহ তাকে টেলিফোন করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৬, ২০২১ ১২:৫২ Asia/Dhaka
  • ড. হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও আহমাদ নাসের আল-মুহাম্মাদ আস-সাবাহ- 
    ড. হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও আহমাদ নাসের আল-মুহাম্মাদ আস-সাবাহ- 

আনুষ্ঠানিকভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই নিজ কুয়েতি সমকক্ষের অভিনন্দনে ভাসলেন ড. হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। বুধবার সংসদের আস্থাভোটে জয়ী হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন আব্দুল্লাহিয়ান। এরপর রাতেই কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-মুহাম্মাদ আস-সাবাহ তাকে টেলিফোন করেন।

টেলিফোনালাপে ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি কুয়েতের আমিরের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার মন্ত্রিসভাকে উষ্ণ সালাম পৌঁছে দিতে অনুরোধ করেন।

টেলিফোনালাপে আব্দুল্লাহিয়ান তাকে কল করার জন্য কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা ইরানের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে তেহরান কোনো সীমারেখা মানবে না এবং কুয়েতের সঙ্গে সম্পর্ককে ইরান বিশেষ গুরুত্ব দেয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

এদিকে সংসদের আস্থাভোট লাভ করার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছ থেকেও বার্তা পেয়েছেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। বার্তায় ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ল্যাভরভ।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।