নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সাক্ষাৎ
(last modified Thu, 11 Nov 2021 01:44:49 GMT )
নভেম্বর ১১, ২০২১ ০৭:৪৪ Asia/Dhaka
  • বুধবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন আলী শামখানি
    বুধবার নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন আলী শামখানি

ভারত সফররত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বুধবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। নয়াদিল্লিতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে শামখানি নয়াদিল্লি সফরে গেছেন।

সম্মেলনে ইরান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরঘিজিস্তান ও তুর্কমেনিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অংশগ্রহণ করেন।

সম্মেলন শেষে সবগুলো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা একসঙ্গে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আলী শামখানি ভারত ও ইরানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে ইরানের ভেতর দিয়ে মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলোতে ভারতীয় পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে চবাহার বন্দরের গুরুত্ব তুলে ধরেন শামখানি।

আফগানিস্তান প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, আমেরিকার ২০ বছরের দখলদারিত্বের পর আফগানিস্তান চরম দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। দেশটির জনগণের দুর্দশা গোটা অঞ্চলের পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তিনি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনের বর্তমান ধারা অব্যাহত রেখে আফগান সংকট সমাধানের আহ্বান জানান।

এ সময় করোনা পরিস্থিতির মধ্যেও নয়াদিল্লি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আঞ্চলিক দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী।তিনি আফগানিস্তান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সবগুলো প্রতিবেশী দেশ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালালে সহজেই আফগান সংকটের সমাধান করা সম্ভব হবে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ