শ্রোতাদের মতামত
‘ইরানের ইসলামী বিপ্লব- আসমান থেকে নেমে আসা আল্লাহর অশেষ রহমত’
মুহ্তারাম, আমার সালাম নেবেন। আশা করছি আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। আজকের চিঠিতে ইরানের ইসলামী বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোকপাতের প্রয়াস পাব।
ইরানের ইসলামী বিপ্লব বিশ্বের বুকে একটি অবিস্মরণীয় ঘটনা। এই ঘটনার মহানায়ক মরহুম আয়াতুল্লাহ খোমেনি (রহ.)। যার বলিষ্ঠ নেতৃত্ব আধুনিক বিশ্বের প্রচলিত কায়েমী সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যেমন ক্যাপিটালিজম, সোস্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম ইত্যাদি শয়তানি মতবাদের বিরুদ্ধে ইসলামী বিপ্লব করে যায়নবাদী অভিশপ্ত ইহুদী ও সাম্রাজ্যবাদী আমেরিকার দালালদের মুখে কালি মেখে এবং হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে শান্তির ইসলামকে আইনি মর্যাদা দান করে ইরানকে ইসলামী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে।
ইরানের ইসলামী বিপ্লব হলো আসমান থেকে নেমে আসা আল্লাহর অশেষ রহমত। ইরানের ৪৩তম ইসলামী বিপ্লবের অনেক অজানা বিষয় রেডিও তেহরান বাংলা’র মাধ্যমে জেনে নিজেকে ধন্য মনে করছি।
মরহুম আয়াতুল্লাহ খোমেনি (রহ.)-এর ইসলামী বিপ্লব অসাধারণ বীরত্বপূর্ণ কৃতিত্ব। যা বিশ্ব ইসলামী আন্দোলনের মডেল। আমি প্রতিনিয়তই অবাক হই, ইসলামী বিপ্লবের মতো একটি চ্যালেঞ্জ ইরানিরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করল কিভাবে?
উত্তর খুঁজতে গিয়ে দেখি, একমাত্র আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং শাহাদাতের তামান্নাই তাদেরকে উজ্জীবিত করেছিল। এজন্য আল্লাহতায়ালা ইসলামী বিপ্লবের মতো মহান অর্জনকে ইরানিদের হাতের মুঠোয় দিয়েছেন।
বিপ্লবের মাধ্যমে ইসলাম বিজয়ী করে ইরানিরা আল্লাহর দেয়া শর্ত পূরণ করেছে, ভূগর্ভস্থও জলে-স্হলের যাবতীয় সম্পদ সৌভাগ্যবান ইরানি ভাইদের হাতের নাগালে পৌঁছে দেবার দায়িত্ব আল্লাহ তায়ালা নিয়েছেন। ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদী পাশ্চাত্যের প্রভাব প্রতিপত্তি খর্ব করে দেশে দেশে ইসলামী বিপ্লব ও আন্দোলন গড়ে উঠুক; ইসলামী ইরানের রাষ্ট্রীয় সমর্থন ইনশাআল্লাহ সেখানে যাবে। কেননা ইরান সবসময় মজলুমের পক্ষে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথার্থ হোক। হাররোজ এটাই প্রত্যাশা। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আল্লাহ হেফাজাত করুন। আমিন।
এম, এম, গোলাম সারওয়ার।
সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব
গ্রাম: জগন্নাথদী, পোস্ট: ব্যাসদী-৭৮৫০,
থানা: মধুখালী, জেলা: ফরিদপুর, বাংলাদেশে।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।