'সুন্দর জীবন অনুষ্ঠানে দাম্পত্য জীবন সম্পর্কে জানতে পেরে খুবই উপকৃত হয়েছি'
https://parstoday.ir/bn/news/letter-i127518-'সুন্দর_জীবন_অনুষ্ঠানে_দাম্পত্য_জীবন_সম্পর্কে_জানতে_পেরে_খুবই_উপকৃত_হয়েছি'
আসসালামু আলাইকুম। পত্রের শুরুতেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্বকার্যক্রমের বাংলা অনুষ্ঠান অর্থাৎ রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলীর প্রতি রইল হৃদয় গভীর থেকে ভালোবাসা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ৩১, ২০২৩ ১০:২০ Asia/Dhaka
  • 'সুন্দর জীবন অনুষ্ঠানে দাম্পত্য জীবন সম্পর্কে জানতে পেরে খুবই উপকৃত হয়েছি'

আসসালামু আলাইকুম। পত্রের শুরুতেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্বকার্যক্রমের বাংলা অনুষ্ঠান অর্থাৎ রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলীর প্রতি রইল হৃদয় গভীর থেকে ভালোবাসা।

২৫ আগস্ট শুক্রবার কুরআন তেলাওয়াত, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তাসহ রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল অনুষ্ঠানই ভালো লেগেছে। তবে ওইদিন সবচেয়ে বেশি ভালো লেগেছে সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান 'সুন্দর জীবন'। সুন্দর জীবন অনুষ্ঠানে একটি দাম্পত্য জীবন গঠনের ভূমিকা ও কলাকৌশল সম্পর্কে জানতে পেরে খুবই উপকৃত হয়েছি এবং আমাকে আকৃষ্ট করেছে। এ অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি দাম্পত্য জীবন কিভাবে সুখে থাকা যায়। আর ঘরের অন্যতম সদস্য ও প্রিয় সঙ্গিনীকে কিভাবে খুশিতে রাখা যায়।

অনুষ্ঠান থেকে জানতে পারলাম- একটি পরিবারে স্ত্রী বা প্রিয় সঙ্গিনীর ভূমিকা অনেক। যেসব স্বামী তার প্রিয়তমা স্ত্রী প্রশংসা বেশি বেশি করেন তাদের দাম্পত্য জীবন হয় সুখের। একটি কাজ করলে তার প্রশংসা করুন। কোন কাজ না পারে তাহলে পরামর্শ দিয়ে বা নিজে করিয়ে সহযোগিতা করতে হবে। তার সাথে কোন খারাপ আচরণ বা দুর্ব্যবহার করা যাবে না। ভালো বার্তার সাথে ছোট বা বড় উপহার দেওয়া যেতে পারে। সে কী খেতে পছন্দ করে, কী পেলে সবচেয়ে বেশি খুশি হয়, কী করলে সে আপনাকে অনেক ভারোবাসে তার একটা তালিকা তৈরি করতে হবে। আর কী করলে সবচেয়ে বেশি কষ্ট পায় তা বর্জন করতে হবে। মাঝে মাঝে তার কিছুর ব্যাপারে খোঁজখবর নিবেন এবং কাজ সহযোগিতা করবেন। দেখবেন আপনার প্রতি তার ভালবাসা বেড়ে।

সঙ্গিনীর কথা বা কাজের প্রতি গুরুত্ব দিবেন। আপনি যে তাকে ভালোবাসেন ও সম্মান করেন তা আপনার কাজের মাধ্যমে দেখান। কাজের উন্নতি হয়েছে এবং প্রমাণস্বরূপ একটি কাজের উল্লেখ করে প্রশংসা করুন, কাছে টেনে নিন তখন সে বুঝতে পারবেন তাকে আপনি কতটুকু পছন্দ করেন বা গুরুত্ব দেন। এভাবে দেখবেন আপনার সঙ্গিনীর আপনার প্রতি দ্বিগুণ ভালোবাসা বেড়ে যাবে।

ওইদিন নিয়মিত পরিবেশনা সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত প্রধান দুটি প্রতিবেদন প্রচার হয়। প্রথম প্রতিবেদনটি ছিল ইসরাইলের টেলিভিশন বিগত আটমাস রক্তাক্ত বলে ঘোষণা প্রসঙ্গে। দ্বিতীয় প্রতিবেদনটি হল বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ আশ্রায়নদানের ছয় বছর পূ্র্তি প্রসঙ্গে। দুটি প্রতিবেদনই ছিল গুরুত্বপূর্ণ  ও  চমৎকার। আর দুই বাংলার সংবাদপত্রের অনুষ্ঠান কথাবার্তা অনুষ্ঠান খুবই ভালো লেগেছে।

সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আলাপন-এ সড়ক দুর্ঘটনায় নিয়ে অধ্যাপক ড. মাহবুবউল্লাহ' আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল সড়ক দুর্ঘটনা রোধে গাড়ী চালকের দক্ষতা, আইনশৃঙ্খলা নিয়মনীতি, পথচারী বা যাত্রীদের কী করণীয়, ক্ষতিগ্রস্তদের জরিমানা প্রসঙ্গ ইত্যাদি।

আবার সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে লেখা শেষ করলাম। আর আমার প্রিয় বন্ধু রেডিও তেহরান আরো অনেক এগিয়ে যাবে এই প্রত্যাশা রইল।

 

শুভেচ্ছান্তে

 

মিয়া মোহাম্মদ ছিদ্দিক

সভাপতি, কটিয়াদী বেতার বন্ধু পরিষদ

ক্রীড়া সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ,

গ্রাম: চরঝাকালিয়া, পো: জালালপুর, থানা: কটিয়াদী, জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১