ইরাকে পদদলিত হয়ে নিহত ২, আহত অনেকে
https://parstoday.ir/bn/news/west_asia-i118664-ইরাকে_পদদলিত_হয়ে_নিহত_২_আহত_অনেকে
ইরাকে ফুটবল খেলা শুরু হওয়ার আগে স্টেডিয়ামের বাইরে প্রচণ্ড ভিড়ের কারণে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইরাক ও ওমানের মধ্যে খেলা শুরুর আগে কয়েক ঘণ্টা আগে সেখানে ভিড় জমে যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৩ ২৩:৫১ Asia/Dhaka
  • ইরাকে পদদলিত হয়ে নিহত ২, আহত অনেকে

ইরাকে ফুটবল খেলা শুরু হওয়ার আগে স্টেডিয়ামের বাইরে প্রচণ্ড ভিড়ের কারণে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইরাক ও ওমানের মধ্যে খেলা শুরুর আগে কয়েক ঘণ্টা আগে সেখানে ভিড় জমে যায়।

ইরাকের প্রধান দক্ষিণাঞ্চলীয় শহর বসরাতে এ দুর্ঘটনা ঘটে। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচটি দেখার আশায় ভোর থেকেই স্টেডিয়ামের বাইরে টিকিট ছাড়া হাজারো ভক্ত জড়ো হয়েছিলেন। স্টেডিয়ামের ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেলে স্টেডিয়ামের সব ফটক বন্ধ করে দেওয়া হয়।

চিকিৎসা ও নিরাপত্তাবিষয়ক সুত্রগুলো জানায়, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল–জাজিরার সাংবাদিক সামের ইউসেফ বলেন, স্বারাষ্ট্র মন্ত্রণালয় খেলা শুরুর সময় সতর্কতা জারি করেছিল। টিকিটবিহীন ব্যক্তিদের স্টেডিয়ামে না যেতে আহ্বান জানিয়েছিল।

আল–জাজিরার আরেক সাংবাদিক আবদেলওয়াহেদ বলেন, ইরাকি ফুটবল ফেডারেশনের মতে, প্রায় ৯০ শতাংশ টিকিট খেলা শুরুর আগেই বিক্রি হয়ে গেছে। এই খেলা ইরাকের ফুটবল–ভক্তদের উন্মাদ করে তুলেছে, বিশেষ করে যারা অন্যান্য প্রদেশ থেকে এসেছেন।

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।