সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে তেলআবিবের পুলিশ প্রধানের পদত্যাগ
ইসরাইলের রাজধানী তেলআবিব শহরের পুলিশ প্রধান অমি ইশিদ নিরাপত্তা বাহিনীর কাজে ইসরাইলি মন্ত্রিসভার হস্তক্ষেপের প্রতিবাদে পদত্যাগ করেছেন।
এদিকে ইসরাইলে প্রতিনিয়ত মন্ত্রিসভার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার কয়েকজন মন্ত্রিসভার সদস্যদের দুর্নীতি, বিচারবিভাগকে নিয়ন্ত্রণ এবং পার্লামেন্ট ও মন্ত্রিসভার ওপর একক নিয়ন্ত্রণ পাকাপোক্ত করা জন্য বিচারবিভাগকে সংস্কার করা এবং মন্ত্রিসভার কোনো কোনো কর্মকর্তার উগ্র আচরণের প্রতিবাদে ইসরাইলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সরকারের বিরুদ্ধে অব্যাহত প্রতিবাদ বিক্ষোভ ও ক্ষোভের নেতিবাচক প্রভাব পড়েছে ইসরাইলে। এসব প্রভাবের অন্যতম হচ্ছে ইসরাইলি সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যকার ঐক্য কার্যত ভেঙে পড়েছে। দ্বিতীয়ত মন্ত্রিসভার বৈধতা প্রশ্নের সম্মুখীন হয়েছে। সম্প্রতি হাজার হাজার বিক্ষোভকারীর প্রধান দাব হচ্ছে নেতানিয়াহুর পদত্যাগ এবং মন্ত্রিসভা ভেঙে দেয়া।
প্রতিবাদের মুখে নেতানিয়াহু ২০২১ সালে দেড় বছরের জন্য তার প্রধান প্রতিদ্বন্দ্বীর হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এখন তিনি নতুন করে নির্বাচন দিতে যেমন প্রস্তুত নন তেমনি পুলিশ দিয়ে প্রতিবাদকারীদের দমন করার চেষ্টা করছেন। ইসরাইলি পুলিশ এ পর্যন্ত জনগণের সাথে সহিংস আচরণ করলেও এখন তারা গায়ের জোরে বিক্ষোভকারীদের দমন করতে প্রস্তুত নয়। আবার পুলিশের ওপর সরকারের চাপও অব্যাহত রয়েছে। এ অবস্থায় তেলআবিবের পুলিশ প্রধান নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের ওপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যদের হস্তক্ষেপের প্রতিবাদে পদত্যাগ করার ঘোষণা দিলেন।
ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গুইয়ার চান প্রতিবাদী জনতাকে কঠোরভাবে দমন করতে যারা কিনা নেতানিয়াহুর বিচারবিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে রাজপথ অবরুদ্ধ করে রেখেছে। তেলআবিবের পুলিশ প্রধান এই মন্ত্রীর নাম উল্লেখ না করে বলেছেন, জনগণকে দমনে একটি মন্ত্রিসভার নির্দেশ আমি মানতে পারি না। কারণ এতে অভ্যন্তরীণ আইন ভঙ্গ করা হবে।
পর্যবেক্ষকরা বলছেন, ইসরাইলি পুলিশ প্রধানের এ বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, নেতানিয়াহুর মন্ত্রিসভা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। তা ছাড়া তার পদত্যাগের ঘটনায় এটাও প্রমাণিত হয়েছে যে ইসরাইলি কর্মকর্তারা এখন আর অভ্যন্তরীণ সংকট ধামাচাপা দিয়ে রাখতে পারবে না। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।