আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না: হামাস
(last modified Sat, 30 Dec 2023 10:13:25 GMT )
ডিসেম্বর ৩০, ২০২৩ ১৬:১৩ Asia/Dhaka
  • আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না: হামাস

 ইহুদিবাদী ইসরাইলের দখলদার সরকার বন্দী বিনিময়ের বিষয়ে হামাসের সাথে আলোচনা চলছে বলে যে দাবি করেছে তা নাকচ করেছেন হামাসের বৈরুত প্রতিনিধি উসামা হামদান। তিনি গতকাল (শুক্রবার) সুস্পষ্টভাবে বলেছেন, গাজায় ইহুদিবাদীদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ এবং সমস্ত সেনা প্রত্যাহার না করা পর্যন্ত বন্দী বিনিময়ের ব্যাপারে কোনো আলোচনা হবে না। তিনি ইসরাইলের এই দাবিকে অপপ্রচার বলে মন্তব্য করেন।

উসামা হামদান বলেন, দখলদার সরকার পছন্দ মতো তাদের ধারণাকে ছড়িয়ে দেয় যা মোটেই সত্য নয়। অভ্যন্তরীণ চাপ মোকাবেলা এবং জনমতকে ভিন্ন দিকে ফিরিয়ে রাখার জন্য তারা এই কৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেন হামাসের এই নেতা।

উসামা হামদান বলেন, ইহুদিবাদীদের এই দাবি সম্পর্কে তার কোনো ধারণা নেই তবে হামাসের সুস্পষ্ট অবস্থান হচ্ছে ‘সম্পূর্ণ এবং পরিপূর্ণভাবে আগ্রাসন বন্ধ করা’। তিনি আরো বলেন, “আমাদের কাছে এমন সরঞ্জাম এবং সক্ষমতা রয়েছে যা ইসরাইলকে যুদ্ধবিরতি করতে বাধ্য করবে।”

উসামা হামদান আবারো বলেন, ইসরাইলের চলমান এই অচলাবস্থায় কাটি ওঠার একমাত্র পথ হচ্ছে গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ করা।

এর আগে হামাসের সর্বোচ্চ পর্যায়ে থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়নাকে জানানো হয়েছে যে, তারা আরো বহু মাস ইহুদিবাদী ইসরাইলের সাথে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। তাদের হাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।