প্রচণ্ড প্রতিরোধের মুখে সামনে এগুতে পারছে না ইসরাইলি সেনারা
হামাসের এক হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত: স্বীকার করছে না তেলআবিব
অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় বেশ কিছু ইসরাইলি সেনাকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড আরও জানিয়েছে তারা ইসরাইলি সেনাদের বহু সামরিক যানও ধ্বংস করেছে ।
ওই ব্রিগেড গতকাল (সোমবার) গাজা শহরের আল-তুফাহ পাড়ার পূর্বে ইহুদিবাদী সেনাদের একটি দলের ওপর একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় ১৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে আল-কাসসাম যোদ্ধারা নিশ্চিত করেছেন। এ সময় হতাহত ইহুদিবাদী সেনাদের নিয়ে যাওয়ার জন্য ইসরাইলি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারগুলোকে ছুটে আসতে দেখা গেছে।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কারারা এলাকায় আল-কাসসাম যোদ্ধাদের অতর্কিত হামলায় তিন ইসরাইলি সেনা নিহত হয়। এছাড়া, সোমবার মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে কাসসাম যোদ্ধাদের হামলায় অন্তত একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। হামাসের সামরিক বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বেশ কিছু ইসরাইলি ট্যাংক ও সামরিক যানও ধ্বংস হয়েছে।
এদিকে স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে দখলদার ইসরাইলি সেনারা ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সামনে অগ্রসর হতে পারে নি। ওই ছবিতে দেখা গেছে, ৩০ ডিসেম্বর খান ইউনিসের কাইবা এলাকা, জামাল আব্দুন নাসের সড়ক এবং আবু হামিদ স্কয়ারের পশ্চিম পাশে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরাইলি সেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এতে আরো দেখা যাচ্ছে, ২৪ ডিসেম্বর ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া যানগুলো সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেও ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে সামনে এগুতে পারছে না।
এদিকে, দু'দিন বিরতির পর শেষ পর্যন্ত সোমবার আরেকজন ইসরাইলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে তেল আবিব। এর ফলে ইসরাইলি সেনাদের হিসাবে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর তাদের নিহত সেনার সংখ্যা ১৭৩ জনে উন্নীত হলো। কিন্তু হামাস সারাদিন যেভাবে হামলা চালায় তাতে যে পরিমাণ ইহুদিবাদী সেনা হতাহত হয় তার প্রকৃত তথ্য প্রকাশ করছে না ইসরাইল।#
পার্সটুডে/এমএমআই/এনএম/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।