গাজায় ইসরাইলি হামলায় আরও ১৩০ ফিলিস্তিনি শহীদ; বহু ইসরাইলি সেনা হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i134274-গাজায়_ইসরাইলি_হামলায়_আরও_১৩০_ফিলিস্তিনি_শহীদ_বহু_ইসরাইলি_সেনা_হতাহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৯:১৯ Asia/Dhaka
  • গাজায় স্বজন হারানো মানুষের কান্না
    গাজায় স্বজন হারানো মানুষের কান্না

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।

এর মধ্যে গাজা উপত্যকার রাফা শহরে ইসরাইলি বিমান হামলায় ৫ শিশুসহ ১৪ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শর্ত মেনে গাজায় যুদ্ধবিরতি করা হবে না বলে দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেওয়ার পর এই হামলা হলো। নেতানিয়াহু ঐ শহরে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। রাফা শহরে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ২৭ হাজার ৮৪০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহতের সংখ্যা অন্তত ৬৭ হাজার ৩১৭ জন।

এদিকে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড পশ্চিম গাজা সিটিতে ইসরাইলের মেরকাভা ট্যাঙ্কে আঘাত হেনেছে। ইয়াসিন-১০৫ রকেটের সাহায্যে ট্যাঙ্কটিতে হামলা করা হয়। সেখানে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষও হয়েছে। সংঘর্ষে বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

এছাড়া ইসরাইলি দৈনিক হারেৎজ আজ জানিয়েছে, গাজায় আরও ১০ ইসরাইলি সেনা আহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।