তেল আবিবকে টার্গেট করেছে হিজবুল্লাহ; ১০ লাখ ইহুদিবাদীর ভূগর্ভে আশ্রয়
https://parstoday.ir/bn/news/west_asia-i142022-তেল_আবিবকে_টার্গেট_করেছে_হিজবুল্লাহ_১০_লাখ_ইহুদিবাদীর_ভূগর্ভে_আশ্রয়
পার্সটুডে-ইসরাইলি সেনাবাহিনীর পরিচালিত রেডিও জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ এই প্রথমবার তেল আবিবে রকেট হামলা চালিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১৮:৩২ Asia/Dhaka
  • তেল আবিবকে টার্গেট করেছে হিজবুল্লাহ; ১০ লাখ ইহুদিবাদীর ভূগর্ভে আশ্রয়

পার্সটুডে-ইসরাইলি সেনাবাহিনীর পরিচালিত রেডিও জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ এই প্রথমবার তেল আবিবে রকেট হামলা চালিয়েছে।

আজ বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, চলমান যুদ্ধে হিজবুল্লাহ প্রথমবার তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। 
একইসাথে ইসরাইলি রেডিও একথাও জানিয়েছে যে, তেল আবিবের দিকে নিক্ষিপ্ত লেবাননের হিজবুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরাইলের ফ্লাখান দাউদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। 
রেডিওর এই খবরে আরো বলা হয়েছে, তেল আবিবে আজকের হামলায় হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরাইলি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
এদিকে, দক্ষিণ লেবাননের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আল-মায়াদিন নিউজ চ্যানেল জানিয়েছে, হিজবুল্লাহ এই প্রথমবার দূরপাল্লার "কাদের-ওয়ান" ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
ইসরাইলের হিব্রুভাষার মিডিয়াগুলো জানিয়েছে যে, সাইরেন বাজার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেল আবিবের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দশ লাখ ইহুদিবাদী প্রবেশ করে।
তেল আবিবের উত্তরে নেতানিয়া, শ্যারন এবং আইমেক হাইফারে সাইরেন বাজানোর কথাও হিব্রু-ভাষার মিডিয়া জানিয়েছে।
এসব মিডিয়া স্বীকার করেছে যে লেবাননের হিজবুল্লাহ মাত্র একদিনে ইসরাইলের বিভিন্ন অবস্থানে ৪০০ টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। 
এসব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উল্লেখিত সংখ্যাটি গত বছর ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর হওয়ার পর থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা সর্বোচ্চ সংখ্যক রকেট।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।