ইহুদিবাদী ইসরাইল লেবাননের সঙ্গে ৩৭৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i145630-ইহুদিবাদী_ইসরাইল_লেবাননের_সঙ্গে_৩৭৯_বার_যুদ্ধবিরতি_লঙ্ঘন_করেছে
পার্সটুডে-লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ৪০ দিনের মধ্যে ইহুদিবাদী ইসরাইল ৩৭৯ বার ওই চুক্তি লঙ্ঘন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৫, ২০২৫ ১৬:১০ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইল লেবাননের সঙ্গে ৩৭৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে
    ইহুদিবাদী ইসরাইল লেবাননের সঙ্গে ৩৭৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে

পার্সটুডে-লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ৪০ দিনের মধ্যে ইহুদিবাদী ইসরাইল ৩৭৯ বার ওই চুক্তি লঙ্ঘন করেছে।

লেবাননের সাথে ইহুদিবাদী সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় অন্তত ৩২ জন শহীদ এবং ৩৯ জন আহত হয়েছে। পার্সটুডে আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল (UNIFIL) ঘোষণা করেছে, ইহুদিবাদী সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের পর, ইসরাইলি সেনারা বুলডোজার দিয়ে সেদেশের দক্ষিণাঞ্চলীয় 'আল-লাবুন' সীমান্ত এলাকায় লেবাননের সেনাবাহিনীর পর্যবেক্ষণ টাওয়ারটি ধ্বংস করে দিয়েছে।

ইউনিফিল আরও জানিয়েছে, ইসরাইলি সেনারা ইচ্ছাকৃতভাবে জাতিসংঘের বাহিনী এবং লেবাননের সেনাবাহিনীর স্থাপনা ধ্বংস করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন।

ইহুদিবাদীদের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইউনিফিল বেসামরিক সম্পদ ও অবকাঠামো ধ্বংস করাসহ যে কোনও পদক্ষেপ বন্ধ করার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছে।

২৩ সেপ্টেম্বর, ২০২৪ সাল থেকে, ইহুদি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা শুরু করেছে এবং হিজবুল্লাহ যোদ্ধারাও সে দেশের বেসামরিক লোকদের ওপর হামলার জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে ইহুদিবাদী অবস্থান ও বসতির ওপর অসংখ্য অভিযান চালিয়েছে।

অবশেষে ২৭ নভেম্বর আন্তর্জাতিক মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু ইহুদিবাদী ইসরাইল প্রথম থেকেই স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যথারীতি অঙ্গিকার ভঙ্গ করেছে।

২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে ইহুদিবাদী সেনাদের হামলায় ৪ হাজার ৬৩ জন শহীদ এবং ১৬ হাজার ৬৬৩ জন আহত হয়েছে। এছাড়াও, প্রায় ১৪ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

হতাহত এবং উদ্বাস্তু হবার ঘটনার বেশিরভাগই ঘটেছে ২৩ সেপ্টেম্বর সহিংসতা বৃদ্ধির পর।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।