ইসরাইলকে সময়সীমা বেধে দিল হুথি আসনারুল্লাহ; ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্রের পদত্যাগ
(last modified Sat, 08 Mar 2025 11:56:45 GMT )
মার্চ ০৮, ২০২৫ ১৭:৫৬ Asia/Dhaka
  • • ডানে: ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাজারি। বামে: ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ বদরুদ্দীন আল-হুথি।
    • ডানে: ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাজারি। বামে: ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ বদরুদ্দীন আল-হুথি।

পার্সটুডে - ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব ইহুদিবাদী ইসরাইলের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে সতর্ক করে দিয়ে বলেছেন যে, যদি গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়া হয়, তাহলে তারা ইসরাইলের উপর পুনরায় আক্রমণ শুরু করবে।

পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ বদরুদ্দিন আল-হুথি শুক্রবার সন্ধ্যায় সতর্ক করে বলেছেন যে, যদি ইহুদিবাদী সরকার আগামী চার দিন পর্যন্ত গাজায় মানবিক সাহায্য সরবরাহে বাধা প্রদান অব্যাহত রাখে, তাহলে ইসরাইলের বিরুদ্ধে আনসারুল্লাহর নৌ অভিযান আবার শুরু হবে।

চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নই বন্দীদের মুক্ত করার একমাত্র উপায়

আরেকটি খবর হলো; হামাসের হাতে বন্দী ইহুদি ধর্মপ্রচারক গতকাল ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে বন্দীদের মুক্তির একমাত্র উপায় হল সমঝোতা মেনে নিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন করা। তিনি বলেন: "আমি ইসরাইলি সেনাবাহিনীকে বলছি যে সামরিক হামলা চালিয়ে তোমরা আমাদের মুক্ত করতে পারবে না।"

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র পদত্যাগ করেছেন

ইসরাইলি সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে যে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাজারি শুক্রবার তার পদ থেকে ইস্তফা দিয়েছে। বলা হচ্ছে যে ইসরাইলি সেনাবাহিনীর জয়েন্ট স্টাফের নতুন প্রধান ইয়াল জামির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

সামরিক বাহিনীতে যোগদানের বিরোধী উগ্রপন্থী ইহুদিবাদীদের গ্রেপ্তার জোরদার

ইতিমধ্যে, ইসরাইলি সংবাদপত্র মা'আরিভ সম্প্রতি জানিয়েছে যে, ইসরাইলি মন্ত্রিসভার বিচারিক উপদেষ্টার নির্দেশে ইসরাইলি সেনাবাহিনী সেনাবাহিনীতে চাকরি করতে অস্বীকারকারী অতি-গোঁড়া ইহুদিবাদীদের গ্রেপ্তার আরো জোরদার করার প্রস্তুতি নিচ্ছে।

পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের উপর নতুন বিধিনিষেধ

অধিকৃত জেরুজালেমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে, ইহুদিবাদী সরকার পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে তাদের প্রবেশ নিষিদ্ধ করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় গত সপ্তাহের শেষের দিকে ঘোষণা করেছে যে রমজান মাসে কেবল ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ৫০ বছরের বেশি বয়সী মহিলা এবং পশ্চিম তীরের ১২ বছরের কম বয়সী শিশুরা আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারবে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।