গাজা যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনীতে মানসিক সমস্যার সংকট তীব্র
https://parstoday.ir/bn/news/west_asia-i153986-গাজা_যুদ্ধের_পর_ইসরায়েলি_সেনাবাহিনীতে_মানসিক_সমস্যার_সংকট_তীব্র
পার্সটুডে - গাজায় কয়েক মাস ধরে চলা নৃশংস ইসরায়েলি সামরিক যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনীকে আগেভাগে চাকরি ছেড়ে দেওয়ার জন্য নজিরবিহীন অনুরোধের সম্মুখীন হতে হয়েছে।
(last modified 2025-11-13T14:35:40+00:00 )
নভেম্বর ১৩, ২০২৫ ১৪:১২ Asia/Dhaka
  • গাজা যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনীতে মানসিক সমস্যার সংকট তীব্র

পার্সটুডে - গাজায় কয়েক মাস ধরে চলা নৃশংস ইসরায়েলি সামরিক যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনীকে আগেভাগে চাকরি ছেড়ে দেওয়ার জন্য নজিরবিহীন অনুরোধের সম্মুখীন হতে হয়েছে।

পার্সটুডে অনুসারে, ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা ঘোষণা করেছে যে ইসরায়েলি সেনাবাহিনীর হাজার হাজার সৈন্য এবং অফিসার আনুষ্ঠানিকভাবে আগেভাগে ছুটির জন্য অনুরোধ করেছেন;এই পদক্ষেপের মূলে রয়েছে যুদ্ধের কারণে সৃষ্ট তীব্র শারীরিক ও মানসিক ক্লান্তি,সেইসাথে সরকারের সেনাবাহিনীর কমান্ডে সাম্প্রতিক নিয়োগের প্রতি অসন্তুষ্টি।

যুদ্ধের মনোবল হ্রাস এবং মানসিক সংকট

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই ঘটনাটি ইসরায়েলি সেনাবাহিনীর স্থায়ী বাহিনীর মধ্যে গভীর অসন্তোষের স্পষ্ট লক্ষণ এবং ভবিষ্যতে সরকারের অপারেশনাল ক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। গাজা যুদ্ধ কেবল ব্যাপক মানবিক ও আর্থিক ক্ষতিই করেনি বরং ইসরায়েলি সেনাবাহিনীর জন্য ব্যাপক মানসিক পরিণতিও বয়ে এনেছে। নেসেটের একটি সরকারী প্রতিবেদন অনুসারে, গত ১৮ মাসে ইসরায়েলি সৈন্যদের মধ্যে ২৭৯টি আত্মহত্যার প্রচেষ্টা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৪০টি মৃত্যুতে পরিণত হয়েছে।

ইসরায়েলি সৈন্যদের মধ্যে আত্মহত্যার আশঙ্কাজনক পরিসংখ্যান

আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে, ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই ঘটনার উপর দীর্ঘমেয়াদী গবেষণা থেকে জানা যায় যে ১২৪ জন ইসরায়েলি সৈন্য আত্মহত্যার চেষ্টা করেছে, যার মধ্যে ৬৮% ছিল কনস্ক্রিপ্ট, ২১% ছিল রিজার্ভ এবং ১১% ছিল সরকারি কর্মী। বিশেষ করে ২০২৩ সাল থেকে, ইসরায়েলি রিজার্ভ সৈন্যদের মধ্যে আত্মহত্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা গাজা যুদ্ধের সময় এই বাহিনীর সংখ্যা বৃদ্ধির সাথে সম্পর্কিত।

সেনাবাহিনীর সহায়তা কাঠামোর দুর্বলতা

তথ্য থেকে আরও দেখা যায় যে আত্মহত্যার চেষ্টা করা সৈন্যদের মধ্যে মাত্র ১৭% ঘটনার আগে দুই মাসে একজন মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সাথে দেখা করেছিলেন; পরিসংখ্যান যা ইসরায়েলি সেনাবাহিনীর মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ এবং সহায়তায় গুরুতর দুর্বলতা দেখায়। এই সংকটের প্রতিক্রিয়ায়, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সংখ্যা ৮০০-এ উন্নীত করেছে এবং মানসিক লক্ষণগুলো সনাক্ত করার জন্য কমান্ডারদের প্রশিক্ষণ জোরদার করেছে। তীব্র ক্লান্তি, মানসিক চাপ এবং তিক্ত যুদ্ধের অভিজ্ঞতা ইসরায়েলি সেনাবাহিনীকে এক মানবিক সংকটের মুখোমুখি করেছে যা কেবল তার সৈন্যদের মানসিক স্বাস্থ্যের জন্যই হুমকিস্বরূপ নয়, বরং শাসকগোষ্ঠীর সামরিক সংহতি এবং কার্যকারিতার জন্যও গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে।#

পার্সটুডে/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।