বিচার থেকে পালানোর নতুন চেষ্টা নেতানিয়াহুর, পশ্চিম তীরে ইসরায়েলের যুদ্ধাপরাধ
-
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
পার্সটুডে-ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিচার বাতিলের জন্য একটি নতুন অনুরোধ জমা দিয়েছেন। নেতানিয়াহু এর আগেও একই অজুহাতে তার বিচারের অধিবেশন বাতিলের অনুরোধ করেছিলেন এবং অধিবেশন চলার সময় উত্তেজনা দেখা দিয়েছিল।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তার বিচারের অধিবেশন বাতিলের জন্য একটি নতুন অনুরোধ জমা দিয়েছেন। আল-ইত্তেহাদ সংবাদপত্র লিখেছে, বেনিয়ামিন নেতানিয়াহু এর আগেও একই অজুহাতে তার বিচারের অধিবেশন বাতিল বা সংক্ষিপ্ত করার অনুরোধ করেছিলেন। সংবাদপত্রটি আরও জানিয়েছে, বুধবার নেতানিয়াহুর বিচার চলার সময় আদালত কক্ষে উত্তেজনা দেখা দেয় এবং শোকাহত ইহুদিবাদী পরিবারগুলি প্ল্যাকার্ড হাতে আদালত কক্ষে প্রবেশ করে। যার ফলে উত্তেজনা তৈরি হয়।
এদিকে, বিচারক রিফকা ফ্রিডম্যান-ফেল্ডম্যান বলেছেন, নেতানিয়াহুর পরবর্তী আদালতের শুনানি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এটি সংক্ষিপ্ত হবে। যদিও এটি আগে দুপুর ২টা পর্যন্ত স্থায়ী হওয়ার কথা ছিল।
আগামী ৭ অক্টোবর ইসরায়েলের ভেতর থেকে শুরু হবে: ইসরায়েলি জেনারেল
অধিকৃত ফিলিস্তিনের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার পর ইসরায়েলি জেনারেল বলেছেন, আগামী ৭ অক্টোবর ইসরায়েলের ভেতর থেকে নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা কাজ শুরু হবে। জেনারেল আমির আভিভি অধিকৃত ফিলিস্তিনের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর সতর্কতা জারি করে বলেছেন, আগামী ৭ অক্টোবর ইসরায়েলের ভেতর থেকে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার কাজ শুরু হবে এবং ইসরায়েলি দখলকৃত অঞ্চলগুলিতেও। তিনি সেখানকার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্তমান ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনার পর একটি স্পষ্ট যে, ইসরায়েলে আরেকটি ৭ অক্টোবরের সূচনা হবে।
ইসরায়েল প্রতিদিন যুদ্ধাপরাধ করে: ওলমার্ট
ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট স্বীকার করেছেন, ইসরায়েলের মন্ত্রিসভা পশ্চিম তীরে প্রতিদিন যুদ্ধাপরাধ করে। তিনি এই অঞ্চলে চরমপন্থীদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এবং জোর দিয়ে বলেছেন, এই অপরাধের মুখে তিনি চুপ থাকবেন না।
ইসরায়েল ও সিরিয়ার মধ্যে ব্যবধান আরও বেড়েছে
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'র বলেছেন, ইসরায়েল ও সিরিয়ার সরকারের মধ্যে ব্যবধান আরও বেড়েছে এবং এই বিষয়ে কোনও চুক্তি এখনও হয়নি। অন্যদিকে, নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইসরায়েল সিরিয়ায় থাকবে এবং ড্রুজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সিরিয়ার সাথে যুদ্ধ অনিবার্য: ইহুদিবাদী মন্ত্রী
সিরিয়ার সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় ইহুদিবাদী মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, সিরিয়ার সাথে যুদ্ধ 'অনিবার্য'। তিনি সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের বারবার আক্রমণের দিকে ইঙ্গিত করে জোর দিয়ে বলেছেন, এই পরিস্থিতি তেল আবিবের জন্য সরাসরি হুমকি হিসাবে বিবেচিত না হলেও উত্তেজনা বাড়ছে।#
পার্সটুডে/জিএআর/১৪