সৌদি আগ্রাসন বন্ধে আলোচনার শর্ত দিল হুথি আনসারুল্লাহ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i21997-সৌদি_আগ্রাসন_বন্ধে_আলোচনার_শর্ত_দিল_হুথি_আনসারুল্লাহ_আন্দোলন
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেস বা জিপিসি দেশটির ওপর সৌদি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে আলোচনা শুরুর নতুন শর্ত ঘোষণা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৫, ২০১৬ ০৬:৫৮ Asia/Dhaka
  • কুয়েতে জাতিসংঘের মধ্যস্থতায় ইমেয়েনের শান্তি বৈঠক (১৭ জুলাই ২০১৬\'র ছবি)
    কুয়েতে জাতিসংঘের মধ্যস্থতায় ইমেয়েনের শান্তি বৈঠক (১৭ জুলাই ২০১৬\'র ছবি)

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেস বা জিপিসি দেশটির ওপর সৌদি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে আলোচনা শুরুর নতুন শর্ত ঘোষণা করেছে।

হুথি ও জিপিসি বার্তা সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, সৌদি সমর্থিত পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে দেশ ছেড়ে চলে যেতে হবে এবং প্রেসিডেন্ট পদে কে মনোনিত হবেন সে ব্যাপারে আগে সমঝোতায় পৌঁছাতে হবে।

বিবৃতিতে বলা হয়, যেকোনো শান্তি আলোচনায় ইয়েমেনি প্রতিনিধিদল তখনই অংশগ্রহণ করবে যখন জাতিসংঘ একটি ব্যাপকভিত্তিক লিখিত শান্তি পরিকল্পনা তুলে ধরবে। এতে আরো বলা হয়, নয়া প্রেসিডেন্টের ব্যাপারে কোনো সমঝোতার কথা বলা না হলে জাতিসংঘের শান্তি পরিকল্পনাকে একটি একতরফা ও অসম্পূর্ণ পরিকল্পনা হিসেবে ধরে নেয়া হবে।

ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে কুয়েতে আয়োজিত আলোচনা গত ৭ আগস্ট কোনো সমঝোতা অর্জন ছাড়াই ভেঙে যায়। হুথি আনসারুল্লাহ আন্দোলন ও সাবেক প্রেসিডেন্ট হাদির প্রতিনিধিদের মধ্যে ওই আলোচনা ২১ এপ্রিল শুরু হয়েছিল। সৌদি আরবের অযাচিত হস্তক্ষেপের কারণে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ওই শান্তি আলোচনা ভেঙে যায় বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ১০,০০০ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। আগ্রাসী সৌদি বাহিনীর বিরুদ্ধে হুথি যোদ্ধাদের পাশাপাশি লড়াই করছে ইয়েমেনের সেনাবাহিনী এবং সাবেক প্রেসিডেন্ট সালেহ’র অনুগত যোদ্ধারা। হুথি আন্দোলনকে নির্মূল করে হাদিকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে। কিন্তু দেড় বছরের আগ্রাসনে রিয়াদ তার লক্ষ্যে অর্জন করতে পারেনি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫