মসুল থেকে পালানোর চেষ্টা করার দায়ে ১৬৩ জনকে হত্যা করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i39516-মসুল_থেকে_পালানোর_চেষ্টা_করার_দায়ে_১৬৩_জনকে_হত্যা_করেছে_দায়েশ
ইরাকের মসুল নগর থেকে পালানোর চেষ্টা করা দায়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলায় ১৬৩ জন বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। নারী এবং শিশুরাও দায়েশের এ হত্যাকাণ্ড থেকে রক্ষা পায়নি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০৬, ২০১৭ ১৭:৫৪ Asia/Dhaka
  • মসুল থেকে পালানোর চেষ্টা করার দায়ে ১৬৩ জনকে হত্যা করেছে দায়েশ

ইরাকের মসুল নগর থেকে পালানোর চেষ্টা করা দায়ে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলায় ১৬৩ জন বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। নারী এবং শিশুরাও দায়েশের এ হত্যাকাণ্ড থেকে রক্ষা পায়নি।

গত সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান জেইদ রাদ আল-হোসাইন। ইরাকি বাহিনীর মসুল মুক্ত করার অভিযান যখন তীব্র হয়ে উঠছে তখন এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটল।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের উদ্বোধনী অধিবেশনে আজ(মঙ্গলবার) এ কথা বলেন আল-হোসাইন।  নিহত ব্যক্তিদের লাশ এখনো মসুলের আল-শিরা এলাকায় পড়ে আছে বলে সেখান থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানান তিনি। এ ছাড়া, ওই এলাকা থেকে অনেকেই নিখোঁজ বা গুম হয়ে গেছে বলেও জানানো হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দায়েশের বর্বরতার কোনো সীমা নেই।

২০১৪ সালে মসুল দখল করে নেয় দায়েশ। ইরাকি সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবক বাহিনী ২০১৬ সালের নভেম্বর থেকে মসুল মুক্ত করার বড় ধরণের অভিযান শুরু করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/৬