তুরস্কে স্বচ্ছ নির্বাচন অসম্ভব ব্যাপার: কুর্দি প্রেসিডেন্ট প্রার্থী
-
কুর্দি দলের প্রেসিডেন্ট প্রার্থী সালাহউদ্দিন দেমিরতাস
তুরস্কের বিরোধী কুর্দি দলের প্রেসিডেন্ট প্রার্থী সালাহউদ্দিন দেমিরতাস বলেছেন, দেশে চলমান রাষ্ট্রীয় জরুরি অবস্থার মধ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান অসম্ভব বিষয়।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ, কথা বলা নিষিদ্ধ, সরকারের সমালোচনা করা নিষিদ্ধ এমনকি শান্তির পক্ষে অবস্থান নেয়াকে সন্ত্রাসী প্রচারণা বলে বিবেচনা করা হচ্ছে। দেমিরতাস বর্তমানে কারাগারে রয়েছেন এবং তিনি তার আইনজীবীর মাধ্যমে কয়েকটি প্রশ্নের লিখিত জবাবে এসব কথা বলেছেন।
তিনি বলেন, শত শত বিরোধী মতের সাংবদিককে আটক করা হয়েছে এবং কয়েক ডজন টেলিভিশন ও রেডিও চ্যানেল বন্ধ। এরকম পরিবেশে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান অসম্ভব।
তুরস্কের কুর্দি পিপল’স ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বিরোধীদল। এ দলটি দেমিরতাসকে গতকাল (শুক্রবার) আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আগামী জুন মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪৫ বছর বয়সী এ রাজনীতিক ২০১৪ সালে রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫