বাহরাইনের ফুটবলারকে তৃতীয় দেশে পাঠাতে থাই পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শ
-
হাকিম আল-আরাইবি
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন পারামুদাভিনাই বাহরাইনের শরণার্থী ফুটবল খেলোয়াড় হাকিম আল-আরাইবিকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
তিনি বলেছেন, উদ্বাস্তু হিসেবে অস্ট্রেলিয়ায় বসবাসকারী এ ফুটবল খেলোয়াড়কে বাহরাইনে পাঠানোর পরিবর্তে তৃতীয় কোনো দেশে অথবা আশ্রয় দানকারী দেশ অস্ট্রেলিয়াতে পাঠাতে হবে। থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি হাকিম আল-আরাইবির বিষয়ে এরইমধ্যে বাহরাইন ও অস্ট্রেলিয়াকে এ প্রস্তাবের কথা জানিয়েছেন।
থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা কোনো জটিল প্রস্তাব নয় বরং সমস্যা সমাধানে সাহায্য করবে। তিনি আরো বলেন, হাকিম আল-আরাইবির এ সংকট সমাধানে সম্ভাব্য আলোচনা এগিয়ে নিতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে থাইল্যান্ড।
২০১১ সালে আরব বসন্তের সময় বাহারাইনে যে গণজাগরণ দেখা দিয়েছিল তাতে জড়িত থাকার অভিযোগে বাহরাইনের আদালত তাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে। ২৫ বছর বয়সী বাহরাইনের এ ফুটবলার অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করেন এবং মেলবোর্ন সকার ক্লাবের হয়ে খেলে থাকেন। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া থেকে অবকাশ যাপনের জন্য থাইল্যান্ডে যান কিন্তু তাকে আটক করা হয়। বাহরাইন সরকার তাকে দেশে ফেরত চাইলেও থাই আদালত বলেছে, এ ফুটবলার আরো দুই মাসে কারাগারে থাকবে।#
পার্সটুডে/এসআইবি/৭