বৈঠক করলেন জারিফ ও আউন
https://parstoday.ir/bn/news/west_asia-i68036-বৈঠক_করলেন_জারিফ_ও_আউন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৭:৫০ Asia/Dhaka
  • বৈঠক করলেন জারিফ ও আউন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি আজ সোমবার বৈরুতে এ বৈঠক করেন। আঞ্চলিক পরিস্থিতি এবং  তেহরান ও বৈরুতের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ছিল তাদের আলোচনা ও মত-বিনিময়ের অন্যতম বিষয়।

জারিফ লেবাননের নানা প্রকল্পে অংশ নিতে ইরানি কোম্পানিগুলোর আগ্রহের কথা তুলে ধরেন।  জারিফ ও আউন সিরিয়ার পরিস্থিতি নিয়েও মত-বিনিময় করেন।

মিশেল আউন ইরানের ইসলামী বিপ্লবের ৪০ তম বিজয় বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান। অন্যদিকে জারিফ লেবাননের নতুন সরকার গঠনকে স্বাগত জানান এবং নতুন সরকারের সাফল্য কামনা করেন। 

লেবাননে গতকাল সফর শুরু করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

জারিফ গতকাল বৈরুত বিমানবন্দরে বলেছেন, লেবানন সরকার চাইলেই সেখানে ইরানের সামরিক সাহায্য দেয়া হবে।#

পার্সটুডে/এমএএইচ/১১ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন