দায়েশ 'খেলাফতের' চূড়ান্ত পতনের ঘোষণা দিল সিরিয়ার কুর্দিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i69075-দায়েশ_'খেলাফতের'_চূড়ান্ত_পতনের_ঘোষণা_দিল_সিরিয়ার_কুর্দিরা
সিরিয়ার কুর্দিরা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কথিত 'খেলাফতের' চূড়ান্ত পতন ঘটেছে বলে আজ(শনিবার) ঘোষণা করেছে। পূর্বাঞ্চলীয় সিরিয়ার দূরবর্তী অঞ্চলে অবস্থিত গ্রাম বাগয়াজ থেকে দায়েশগোষ্ঠীকে পুরোপুরি উৎখাতের পর এ ঘোষণা দেয়া হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ২৩, ২০১৯ ১৯:১৩ Asia/Dhaka
  • দায়েশ 'খেলাফতের' চূড়ান্ত পতনের ঘোষণা দিল সিরিয়ার কুর্দিরা

সিরিয়ার কুর্দিরা তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কথিত 'খেলাফতের' চূড়ান্ত পতন ঘটেছে বলে আজ(শনিবার) ঘোষণা করেছে। পূর্বাঞ্চলীয় সিরিয়ার দূরবর্তী অঞ্চলে অবস্থিত গ্রাম বাগয়াজ থেকে দায়েশগোষ্ঠীকে পুরোপুরি উৎখাতের পর এ ঘোষণা দেয়া হয়।

এসডিএফ

নদী তীরবর্তী বাগয়াজ গ্রামে নানা দেশের দায়েশ সন্ত্রাসী জঙ্গিরা সমবেত হয়েছিল এবং নিজেদের অবস্থান ধরে রাখার জন্য প্রাণপণ প্রচেষ্টাও চালিয়েছিল। সিরিয় কুর্দিদের মুখপাত্র মুস্তেফা বালি এক বিবৃতিতে বলেন, দায়েশের কথিত 'খেলাফতের' একশ ভাগ উৎখাত হয়েছে বলে ঘোষণা করছে সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী বা এসডিএফ। বাগয়াজ উদ্ধারের মধ্য দিয়ে সিরিয়ার সরকারি ব্যবস্থায় কুর্দিদের ফিরে যাওয়ার পথে শেষ বাধাটিও অপসারিত হলো। মার্কিন সেনাদের উপস্থিতি সত্ত্বেও তারা এখন ফিরে যেতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কিনীরা ওই অঞ্চলে নিজেদের উপস্থিতি বজায় রাখার স্বার্থে এসডিএফসহ সিরিয় কুর্দিদের প্রতি নিদের 'কথিত' সমর্থনের ঘোষণা করেছে।# 

পার্সটুডে/মূসা রেজা/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন