লেবাননে সরকার গঠনের ব্যাপারে মার্কিন অবস্থান প্রত্যাখ্যান
https://parstoday.ir/bn/news/west_asia-i75487-লেবাননে_সরকার_গঠনের_ব্যাপারে_মার্কিন_অবস্থান_প্রত্যাখ্যান
লেবাননে নতুন সরকার গঠনের ব্যাপারে আমেরিকা যে পূর্বশর্ত দিয়েছে তাকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নাকচ করে দিয়েছে। লেবাননের সাম্প্রতিক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী সাদ হারিরির নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে এবং নতুন সরকার গঠনের প্রয়োজন হয়ে পড়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২৬, ২০১৯ ১৫:০৮ Asia/Dhaka
  • হিজবুল্লার উপমহাসচিব শেখ নাঈম কাসেম
    হিজবুল্লার উপমহাসচিব শেখ নাঈম কাসেম

লেবাননে নতুন সরকার গঠনের ব্যাপারে আমেরিকা যে পূর্বশর্ত দিয়েছে তাকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নাকচ করে দিয়েছে। লেবাননের সাম্প্রতিক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী সাদ হারিরির নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে এবং নতুন সরকার গঠনের প্রয়োজন হয়ে পড়েছে।

হিজবুল্লার উপমহাসচিব শেখ নাঈম কাসেম গতকাল (সোমবার) ওমর গান্দুরের নেতৃত্বাধীন ইসলামিক ইউনিয়নিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় মার্কিন অবস্থানের বিষয়টি নাকচ করেন। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফেল্টম্যান রাজনৈতিক সরকারের পরিবর্তে টেকনোক্র্যাট সরকার গঠনের পরামর্শ দিয়েছেন।

শেখ নাঈম কাসেম বলেন, লেবাননে এমন সরকার গঠন করতে হবে যা দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে এবং অর্থনৈতিক সংকট ঠেকাবে। এর পাশাপাশি নতুন সরকার কাঙ্খিত সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে কাজ করবে। হিজবুল্লাহর এ নেতা পরিষ্কার করে বলেন, লেবাননের সরকার গঠন করবে জনগণের প্রতিনিধিত্বশীল দলগুলো; মার্কিন প্রশাসন নয়।

সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটস্যাপ দিয়ে টেলিফোন কল করার ক্ষেত্রে শূল্ক আরোপের প্রস্তাব করার পর লেবানন সরকারের বিরুদ্ধে গত ১৭ অক্টোবর থেকে বিক্ষোভ শুরু হয়। এছাড়া, বৈরুত যে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে তার বিরুদ্ধেও বিক্ষোভে নামে জনগণ। বিক্ষোভের এক পর্যায়ে ২৯ অক্টোবর সাদ হারিরির নেতৃত্বাধীন মন্ত্রিসভা পদত্যাগ করে। জনগণের অভিযোগ ছিল- সাদ হারিরি মূলত দেশের রাজনৈতিক এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন এবং তিনি দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।#

পার্সটুডে/এসআইবি/২৬