সিরিয়ার ইদলিবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i78664-সিরিয়ার_ইদলিবে_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_মোতায়েন_করেছে_তুরস্ক
যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ার ইদলিব প্রদেশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক। তুরস্ক যে এলাকায় এ ব্যবস্থা মোতায়েন করেছে সেখানে তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ২৯, ২০২০ ১৮:২৯ Asia/Dhaka
  • মার্কিন নির্মিত এমআইএম-২৩ হক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    মার্কিন নির্মিত এমআইএম-২৩ হক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ার ইদলিব প্রদেশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তুরস্ক। তুরস্ক যে এলাকায় এ ব্যবস্থা মোতায়েন করেছে সেখানে তুর্কি সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রয়েছে।

তুরস্কের জামান আল-ওয়াসি পত্রিকা জানিয়েছে, তুরস্কের সেনাবাহিনী ওই এলাকায় মার্কিন নির্মিত এমআইএম-২৩ হক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এ ব্যবস্থা থেকে ভূমি হতে আকাশে ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়।

কয়েক সপ্তাহ আগে তুর্কি বাহিনী ইদলিব প্রদেশের ওই এলাকায় বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠায় এবং সে ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে, গত ৫ মার্চ তুরস্ক ও রাশিয়া ইদলিবে নতুন করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায়। সেখানে তুর্কি বাহিনীর আগ্রাসী তৎপরতার কারণে সিরিয়ার সঙ্গে তুরস্কের যুদ্ধপরিস্থিতি তৈরি হয়েছিল।

এদিকে, তুরস্কের সেনারা আলেপ্পোর উত্তরে আফরিন শহরের কাছে নয়টি গ্রামে গোলাবর্ষণ করেছে। কুর্দি বার্তা সংস্থা ‘হাওয়ার’ এ খবর দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯