সৌদি পত্রিকায় আয়াতুল্লাহ সিস্তানির অবমাননার নিন্দায় ইরাকি নেতৃবৃন্দ
https://parstoday.ir/bn/news/west_asia-i81173-সৌদি_পত্রিকায়_আয়াতুল্লাহ_সিস্তানির_অবমাননার_নিন্দায়_ইরাকি_নেতৃবৃন্দ
ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তানিকে অবমাননা করে একটি সৌদি পত্রিকা যে ধৃষ্টতাপূর্ণ ক্যারিকেচার প্রকাশ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকি রাজনৈতিক নেতারা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৪, ২০২০ ০৮:২০ Asia/Dhaka
  • ইরাকের সাধারণ মানুষের মধ্যে আয়াতুল্লাহ সিস্তানির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা
    ইরাকের সাধারণ মানুষের মধ্যে আয়াতুল্লাহ সিস্তানির রয়েছে ব্যাপক জনপ্রিয়তা

ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তানিকে অবমাননা করে একটি সৌদি পত্রিকা যে ধৃষ্টতাপূর্ণ ক্যারিকেচার প্রকাশ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকি রাজনৈতিক নেতারা।

সৌদি আরবের আশ-শারকুল আউসাত পত্রিকা গতকাল (শুক্রবার) আয়াতুল্লাহ সিস্তানির একটি অবমাননাকর ব্যাঙ্গচিত্র প্রকাশ করে।

আশ-শারকুল আওসাত পত্রিকার ধৃষ্টতাপূর্ণ ও ঘৃণ্য তৎপরতার নিন্দা জানিয়ে ইরাকের রাজনৈতিক দল ‘আল-ফাতহ’র সংসদীয় দলের  নেতা হাদি আল-আমেরি বলেছেন, সৌদি সরকার আরেকবার ইরাকি জনগণের ধর্মীয় মূল্যবোধ ও রেডলাইন অতিক্রম করল।  

আশ-শারকুল আউসাত পত্রিকার মনোগ্রাম

ইরাকের আরেক সংসদ সদস্য আহমাদ আল-আসাদিও সৌদি পত্রিকার ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ঘটনায় ইরাকের শিয়া আলেমদের বিরুদ্ধে সৌদি শাসকগোষ্ঠীর চিন্তাচেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।

ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা’র মুখপাত্র নাস্‌র আশ-শিমারি এক টুইটার বার্তায় বলেছেন, আলে সৌদ সরকারসহ আমেরিকা ও ইসরাইলের ক্রীড়নকদের শিয়াবিদ্বেষী অবস্থানে অবাক হওয়ার কিছু নেই। তিনি আরো বলেন, আলে সৌদ হচ্ছে সেই শাসকগোষ্ঠী যারা অতীতে অন্যায়ভাবে নিরপরাধ মুসলমানদের রক্ত ঝরিয়েছে।#   

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।