পশ্চাদপসরণ নয় বরং বোমার বদলে বোমা: হামাসের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i91518-পশ্চাদপসরণ_নয়_বরং_বোমার_বদলে_বোমা_হামাসের_মুখপাত্র
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেছেন, বোমার জবাব বোমা দিয়ে দেয়ার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীরা বিন্দুমাত্র পিছু হটবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১২, ২০২১ ০৫:৫৪ Asia/Dhaka
  • ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফুজি বারহুম
    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফুজি বারহুম

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেছেন, বোমার জবাব বোমা দিয়ে দেয়ার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীরা বিন্দুমাত্র পিছু হটবে না।

তিনি আরো বলেছেন, বোমার পরির্তে ইটপাটকেল নিক্ষেপের দিন বহু আগে শেষ হয়ে গেছে; এখন ইসরাইলির শত্রুর সঙ্গে কথা হবে শক্তির ভাষায়।

হামাসের মুখপাত্র মঙ্গলবার গাজায় আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে যুদ্ধের ময়দানে পেরে না উঠে গাজার আবাসিক এলাকা এবং অবলা নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে।

বারহুম বলেন, প্রতিরোধ সংগ্রামীরা ফিলিস্তিনি জাতির জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রাম শক্তিমত্তার সঙ্গে অব্যাহত থাকবে। তিনি তেল আবিবকে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে নিজের হিসাব-নিকাশ পুনর্মূল্যায়ন করার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।