ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করা অব্যাহত থাকবে: নয়া মোসাদ প্রধান
https://parstoday.ir/bn/news/west_asia-i92552-ইরানের_পরমাণু_কর্মসূচি_প্রতিহত_করা_অব্যাহত_থাকবে_নয়া_মোসাদ_প্রধান
চলতি ভিয়েনা সংলাপে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে সমঝোতা অর্জন করা সম্ভব হলেও ইহুদিবাদী ইসরাইল ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করার চেষ্টা অব্যাহত রাখবে। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নয়া প্রধান ডেভিড বার্নি এই ঘোষণা দিয়েছেন। ইসরাইলি পত্রিকা ইয়াদিউত ‘আহারোনোত’ বার্নির বরাত দিয়ে এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৩, ২০২১ ০৫:৫৭ Asia/Dhaka
  • মোসাদের নয়া প্রধান ডেভিড বার্নি
    মোসাদের নয়া প্রধান ডেভিড বার্নি

চলতি ভিয়েনা সংলাপে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে সমঝোতা অর্জন করা সম্ভব হলেও ইহুদিবাদী ইসরাইল ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করার চেষ্টা অব্যাহত রাখবে। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নয়া প্রধান ডেভিড বার্নি এই ঘোষণা দিয়েছেন। ইসরাইলি পত্রিকা ইয়াদিউত ‘আহারোনোত’ বার্নির বরাত দিয়ে এ খবর দিয়েছে।

মোসাদের নয়া পরিচালক তার প্রথম বক্তব্যে ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ইসরাইল বিশ্ব সমাজের অনুসৃত পথ অবলম্বন করবে না কারণ, এ ব্যাপারে হিসাবে ভুল করলে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে না।

ডেভিড বার্নি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক চলমান সংলাপে বিশ্ব শক্তিগুলো যদি ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায় তাহলেও ইসরাইল তেহরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি মোসাদের দিন-রাতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।  

মোসাদের পরিচালক দাবি করেন, পাশ্চাত্যের সঙ্গে সমঝোতা হোক বা না হোক ইরান নিরবচ্ছিন্নভাবে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।

মোসাদের প্রধান এমন সময় এ দাবি করলেন যখন ইরানের পরমাণু কর্মসূচি শুধুমাত্র বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে এই ইহুদিবাদী ইসরাইলের কাছে অন্তত ৪০০ পরমাণু অস্ত্র রয়েছে। এছাড়া, গত ৭০ বছরে এই দখলদার শক্তি কয়েক লাখ ফিলিস্তিনিকে হত্যা করেছে। #

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।