প্রধানমন্ত্রী আরনুসকে মন্ত্রিসভা গঠন করতে বললেন বাশার আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i95350-প্রধানমন্ত্রী_আরনুসকে_মন্ত্রিসভা_গঠন_করতে_বললেন_বাশার_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নতুন প্রধানমন্ত্রী হোসেইন আরনুসকে মন্ত্রিসভা গঠন করার দায়িত্ব দিয়েছেন। এজন্য প্রেসিডেন্ট আসাদ একটি ডিক্রি জারি করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ০১, ২০২১ ২০:৪৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী হোসেইন আরনুস
    প্রধানমন্ত্রী হোসেইন আরনুস

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নতুন প্রধানমন্ত্রী হোসেইন আরনুসকে মন্ত্রিসভা গঠন করার দায়িত্ব দিয়েছেন। এজন্য প্রেসিডেন্ট আসাদ একটি ডিক্রি জারি করেছেন।

দুই মাস আগে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে ৫৫ বছর বয়সী বাশার আসাদ ৯৫.১ ভাগ ভোট পান। গত মাসে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছেন। আগামী সাত বছরের জন্য বাশার আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে বিজয়ের পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে আনন্দ মিছিল

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ প্রধানমন্ত্রী আরনুসকে দ্রুত সরকার গঠনের কথা বলেছেন। হোসেইন আরনুস এর আগে সিরিয়ার পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের জুন মাসে তাকে সাবেক প্রধানমন্ত্রী ইমাদ খামিসের জায়গায় দায়িত্ব দেন প্রেসিডেন্ট আসাদ।#

পার্সটুডে/এসআইবি/১