তুরস্ক ও আজারবাইজানের যৌথ মহড়া শুরু
(last modified Thu, 02 Sep 2021 12:41:47 GMT )
সেপ্টেম্বর ০২, ২০২১ ১৮:৪১ Asia/Dhaka
  • তুরস্ক ও আজারবাইজানের যৌথ মহড়া শুরু

তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে আজারবাইজান। আজারবাইজানের বাকুতে এই মহড়া চলছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাকুতে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং এতে দুই দেশের সামরিক বাহিনী ও সমরাস্ত্র ব্যবহার করা হবে।

আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত মহড়া চলবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্ক ও আজারবাইজানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বে আজারবাইজান হচ্ছে তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানিকারক দ্বিতীয় বৃহত্তম দেশ।

এর আগেও এই দুই দেশ বহু বার যৌথ সামরিক মহড়া চালিয়েছে। কারাবাখ ইস্যুতে আজারবাইজানকে সর্বাত্মক সমর্থন জানিয়েছে তুরস্ক।#            

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।