ইয়েমেনে ওষুধের গুদামে বোমা ফেলল সৌদি আরব
(last modified Fri, 22 Oct 2021 13:07:57 GMT )
অক্টোবর ২২, ২০২১ ১৯:০৭ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি জোটের হামলার ফাইল ফটো
    ইয়েমেনে সৌদি জোটের হামলার ফাইল ফটো

ইয়েমেনের রাজধানী সানার উত্তরের সাওয়ান এলাকায় ওষুধের গুদামে হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, সৌদি আরব ও আমেরিকার জঙ্গি বিমানগুলো ওষুধ সংরক্ষণাগারে বোমা ফেলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর ফলে একজন নিহত ও তিন জন আহত হয়েছে।

ইয়েমেনের প্রভাবশালী সংগঠন আনসারুল্লাহ ওষুধের গুদামে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে, ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার শিশু হতাহত হয়েছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছেন. যুক্তরাজ্যের একদল আইনজীবী ইয়েমেনে সৌদি যুদ্ধাপরাধের বিষয়ে একটি প্রতিবেদন সেদেশের পুলিশের কাছে জমা দেবে। এরপর তারা এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের আবেদন জানাবে।

২০১৫ সালের মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তাদের কয়েকটি মিত্র দেশ। একইসঙ্গে দেশটির ওপর জল, স্থল ও আকাশ পথে অবরোধ আরোপ করে রাখা হয়েছে।

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ