জোট গঠনের ধারণাকে জোরদার করবে রায়িসির মস্কো সফর
https://parstoday.ir/bn/news/world-i102744-জোট_গঠনের_ধারণাকে_জোরদার_করবে_রায়িসির_মস্কো_সফর
পাকিস্তানের ডেভলপমেন্ট অফ কমিউনিকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মুনির আহমদ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি যে
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২১, ২০২২ ১০:২৮ Asia/Dhaka
  • রায়িসি, পুতিন ও শি জিনপিং
    রায়িসি, পুতিন ও শি জিনপিং

পাকিস্তানের ডেভলপমেন্ট অফ কমিউনিকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মুনির আহমদ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি যে

বৈঠক করেছেন তার মাধ্যমে ইরানের ১৩তম সরকারের গঠনমূলক এবং বন্ধুত্বপূর্ণ নীতি গ্রহণের প্রতিফলন ঘটেছে।

আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধির বিরুদ্ধে মার্কিন আগ্রাসী নীতি মোকাবেলার ক্ষেত্রে এই সফর একটি বড় পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন।  

মুনির আহমদ

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল (বৃহস্পতিবার) মুনির আহমদ একথা বলেন। প্রেসিডেন্ট রায়িসির মস্কো সফরকে তিনি স্বাগত জানিয়ে বলেন, প্রেসিডেন্টের রায়িসি ক্ষমতায় আসার পর পূর্বাঞ্চলীয় বড় শক্তি চীন ও রাশিয়াসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক করা এবং কৌশলগত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

পুতিন ও রায়িসি

তিনি বলেন, প্রেসিডেন্ট রায়িসির মস্কো সফর বড় অর্জন যা ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করবে এবং যৌথভাবে মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলায় ভূমিকা রাখবে।

মুনীর আহমদ মনে করেন- প্রেসিডেন্ট রায়িসির এ সফর ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও তুরস্কের অংশগ্রহণে একটি নতুন জোট গঠনের ধারণাকে জোরদার করবে। এ ধরনের জোট গঠিত হলে এসব দেশের অভিন্ন স্বার্থ যেমন রক্ষা হবে, তেমনি শান্তি প্রতিষ্ঠায় তা ভূমিকা রাখবে।#

 পার্সটুডে/এসআইবি/২১