আমেরিকার সঙ্গে মনে হয় যুদ্ধ লেগেই যাবে: চীন
https://parstoday.ir/bn/news/world-i103206-আমেরিকার_সঙ্গে_মনে_হয়_যুদ্ধ_লেগেই_যাবে_চীন
মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাংগ বলেছেন, শেষ পর্যন্ত হয়তো তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে যুদ্ধ লেগেই যাবে। তিনি গতকাল (সোমবার) এনপিআর রেডিও-কে দেওয়া এক সাক্ষাতকারে এ হুঁশিয়ারি দেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২২ ১৭:১০ Asia/Dhaka
  • কিন গ্যাংগ
    কিন গ্যাংগ

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাংগ বলেছেন, শেষ পর্যন্ত হয়তো তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে যুদ্ধ লেগেই যাবে। তিনি গতকাল (সোমবার) এনপিআর রেডিও-কে দেওয়া এক সাক্ষাতকারে এ হুঁশিয়ারি দেন।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, মার্কিন পদক্ষেপের কারণে তাইওয়ান যদি বেপরোয়া হয়ে ওঠে এবং স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে তাহলে আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। তবে চীন শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চায় বলে তিনি জানান।

তাইওয়ানকে সামরিক সহযোগিতা দেওয়ায় আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা বেড়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দিয়ে বলেছেন, যারাই তাইওয়ানের স্বাধীনতার কথা বলছে তারাই আগুন নিয়ে খেলছে।

এরপর বাইডেন বলেছেন, দুই দেশেরই উচিৎ পরিস্থিতি যাতে যুদ্ধে না গড়ায় সে চেষ্টা করা।

চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং বিশ্বের সব দেশকে 'এক চীন নীতি' মেনে চলার আহ্বান জানিয়ে আসছে।#    

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।