আলোচনার জন্য পুতিন ইউক্রেনে প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত
https://parstoday.ir/bn/news/world-i104384-আলোচনার_জন্য_পুতিন_ইউক্রেনে_প্রতিনিধিদল_পাঠাতে_প্রস্তুত
রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন জানিয়েছে, চলমান সংকট নিয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রয়েছেন। তবে বেলারুশের রাজধানী মিনস্কে এ আলোচনা হতে হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ০৯:০১ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন জানিয়েছে, চলমান সংকট নিয়ে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রয়েছেন। তবে বেলারুশের রাজধানী মিনস্কে এ আলোচনা হতে হবে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের দ্বিতীয় দিনে গতকাল (শুক্রবার) রাশিয়া একথা বলল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুত রয়েছেন পুতিন। এর আগে ইউক্রেন সংকট নিয়ে আলোচনার স্বাগতিক দেশ হয়েছিল বেলারুশ।

শি জিনপিঁং (বামে) ভ্লাদিমির পুতিন

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এরপর দিমিত্রি পেসকভ এই তথ্য দিলেন।

এদিকে গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রেসিডেন্ট পুতিন ফোনালাপের সময় আলোচনা জন্য উচ্চপর্যায়ে‌ প্রতিনিধিদল পাঠানোর আগ্রহের কথা জানান। ফোনালাপে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানের প্রতি সমর্থন জানায় তার দেশ।#

পার্সটুডে/এসআইবি/২৬