শ্রীলঙ্কায় পালিত হচ্ছে ৩৬ ঘণ্টার কারফিউ
(last modified Sun, 03 Apr 2022 11:17:47 GMT )
এপ্রিল ০৩, ২০২২ ১৭:১৭ Asia/Dhaka

গণবিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় পালিত হচ্ছে ৩৬ ঘণ্টার কারফিউ। সরকারবিরোধী গণবিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় পুলিশ ৩৬ ঘণ্টার কারফিউ ঘোষণা করে।

শনিবার (২ এপ্রিল) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শুরু হওয়া কারফিউ আগামীকাল সোমবার সকাল ৬ টা পর্যন্ত জারি থাকবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ কারফিউ চলাকালীন সময়ে প্রয়োজনীয় পরিষেবা ছাড়া শ্রীলঙ্কানদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক ঘণ্টা সংঘর্ষ চলে। জানা গেছে, তীব্র ডলার ঘাটতিতে দেশটির সরকার প্রয়োজনীয় পণ্য বিশেষ করে জ্বালানি আমদানি করতে পারছে না। এদিকে দৈনিক লোডশেডিং বেড়ে ১৩ ঘণ্টায় দাঁড়িয়েছে।#

পার্সটুডে/আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ