ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i106658-ইউক্রেনের_একটি_ক্ষেপণাস্ত্র_তৈরির_কারখানা_ধ্বংস_করেছে_রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এই হামলায় রুশ সেনারা ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৫, ২০২২ ১৫:২১ Asia/Dhaka
  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
    ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এই হামলায় রুশ সেনারা ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ জানিয়েছেন, কিয়েভের পাশে ভিজার সামরিক কারখানার ওপর কৃষ্ণ সাগরের একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওই কারখানায় বিমান-বিধ্বংসী ও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো।

Image Caption

কৃষ্ণ সাগরে রাশিয়ার অত্যাধুনিক মিসাইল ক্রুজার মস্কোভা ডুবে যাওয়ার পর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় এই হামলা চালালো রাশিয়া। ইউক্রেন দাবি করেছে, তাদের হামলায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মস্কো অঙ্গীকার করেছে যে, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন হামলা বন্ধ না করা পর্যন্ত কিয়েভের ওপর আরো হামলা চালানো হবে।

এর আগে রাশিয়ার বেলগোরোদ ও ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন গোলা বর্ষণ করেছে। এসব হামলায় অন্তত সাত জন নাগরিক আহত হয়েছে যার মধ্যে দুই বছরের একটি শিশু এবং একজন গর্ভবতী নারী রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৫