শপথ নিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভা; নেই বিলাওয়াল ভুট্টো
https://parstoday.ir/bn/news/world-i106874-শপথ_নিল_পাকিস্তানের_নতুন_মন্ত্রিসভা_নেই_বিলাওয়াল_ভুট্টো
অবশেষে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৪। এর মধ্যে ৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলো।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ১৯, ২০২২ ১৮:০৫ Asia/Dhaka
  • শপথ নিল পাকিস্তানের নতুন মন্ত্রিসভা; নেই বিলাওয়াল ভুট্টো

অবশেষে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৪। এর মধ্যে ৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলো।

সংসদের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

গতকাল সোমবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা ছিল। তবে প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পাঠ করাতে অপারগতা জানালে শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। এরপর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সিনেটের চেয়ারম্যান।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ছাড়াও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল, জমিয়ত উলেমা-ই-ইসলাম, মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান, বেলুচিস্তান আওয়ামী পার্টি, জমহুরি ওয়াতান পার্টি এবং পাকিস্তান মুসলিম লিগ-কায়েদের নেতাদেরকে মন্ত্রিসভায় রাখা হয়েছে।

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন বলে এর আগে খবর বেরুলেও আজ তাকে শপথ নিতে দেখা যায়নি।

বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার।#   

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।