কারফিউ উপেক্ষা করে প্রচণ্ড বিক্ষোভ
গণ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
প্রচণ্ড গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। সরকার-বিরোধী আন্দোলন দমনের জন্য জারি করা কারফিউয়ের মধ্যে তিনি পদত্যাগ করলেন।
শ্রীলঙ্কা সরকার বিক্ষোভ মোকাবেলায় কারফিউ জারি করলেও তা অমান্য করে বিক্ষোভ করছিলেন সাধারণ লোকজন। রাজধানী কলম্বো ও দেশের বিভিন্ন এলাকায় এসব বিক্ষোভকারীর ওপর হামলা চালিয়েছে সরকারপন্থি সমর্থকরা। এর আগে শুক্রবার চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে নিজের ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসেকে পদত্যাগ করার পরামর্শ দেন প্রেসিডেন্ট গোতাবাইয়া রাজাপাকসে।
জবাবে মাহিন্দ রাজাপাকসে এসএলপিপি এমপিদের কয়েকজনকে জানান, তিনি সোমবার (আজ) এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত আজ তিনি পদত্যাগ করলেন।
বিদেশি ঋণনির্ভর অর্থনীতি গড়ে তোলায় শ্রীলঙ্কা এখন সরকারিভাবে দেউলিয়া। বিদেশিদের কাছে দেশটির ঋণ ৫,১০০ কোটি ডলার। এই ঋণ শোধ করার সামর্থ্য নেই তাদের। প্রচণ্ড অর্থনৈতিক দৈন্যদশায় নিরুপায় সাধারণ মানুষের। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এতে যোগ দিয়েছেন সরকার দলীয় কিছু সদস্য, সাবেক ক্রিকেটাররা, চিকিৎসকরা।
পাশাপাশি মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ করেন ২৪ জন সদস্য। তারপরও পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখার করে যাচ্ছিলেন গোতাবাইয়া ও মাহিন্দ রাজাপাকসে। জনগণের বিক্ষোভ আরো জোরদার হলে পদত্যাগ করেন অভিজ্ঞ রাজনীতিক মাহিন্দ রাজাপাকসে।#
পার্সটুডে/এসআইবি/৯