কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী গুস্তাভো
https://parstoday.ir/bn/news/world-i109502-কলম্বিয়ার_প্রেসিডেন্ট_নির্বাচিত_হলেন_বামপন্থী_গুস্তাভো
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী ও সাবেক এম-১৯ গেরিলা আন্দোলনের নেতা গুস্তাভো পেট্রো বিজয়ী হয়েছেন। দেশটির ইতিহাসে এই প্রথম প্রগতিশীল কোনো বাম নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। নির্বাচনের সময় গুস্তাভো দেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০২২ ১৪:৫২ Asia/Dhaka
  • গুস্তাভো পেট্রো
    গুস্তাভো পেট্রো

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী ও সাবেক এম-১৯ গেরিলা আন্দোলনের নেতা গুস্তাভো পেট্রো বিজয়ী হয়েছেন। দেশটির ইতিহাসে এই প্রথম প্রগতিশীল কোনো বাম নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। নির্বাচনের সময় গুস্তাভো দেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচনে গুস্তাভো দেশের নির্মাণ শিল্পের ধনকুবের রোডলফো হারনান্দেজকে সাত লাখ ১৯ হাজার ৯৭৫ ভোটে পরাজিত করেন। গুস্তাভো পেয়েছেন শতকরা ৫০.৫ ভাগ ভোট, অন্যদিকে হারনান্দেজ পেয়েছেন শতকরা ৪৭.৩ ভাগ ভোট। সেক্ষেত্রে নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।   

রাজধানী বোগোটার সাবেক মেয়র ও বর্তমান সিনেটর ৬০ বছর বয়সী গুস্তাভো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছন। তিন বিনা বেতনে বিশ্ববিদ্যালয় শিক্ষার পাশাপাশি পেনশন ব্যবস্থা ও অনুৎপাদনশীল জমির উচ্চ কর সংস্কারের কথা বলেছেন। গুস্তাভোর এই বিজয় আমেরিকার জন্য অস্বস্তির কারণ হবে।

দেশে নতুন তেলক্ষেত্রের ওপর নতুন কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না বলে তিনি নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন। বিষয়টিতে ব্যবসায়ী শ্রেণী খানিকটা চমকে গেছে, যদিও তিনি বর্তমান চুক্তিকে সম্মান করবেন বলে জানিয়েছেন।

এর আগে গুস্তাভো দুইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু বিজয়ের মুখ দেখেন নি। গেরিলা আন্দোলনে যুক্ত থাকার সময় একবার সেনাবাহিনী তাকে আটক করে নির্যাতন করেছিল। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে- কলম্বিয়ার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসতে পারে।#        

পার্সটুডে/এসআইবি/২০