বিমানবন্দর দিয়ে পালাতে পারলেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
(last modified Tue, 12 Jul 2022 11:58:27 GMT )
জুলাই ১২, ২০২২ ১৭:৫৮ Asia/Dhaka
  • গোতাবায়া রাজাপাকসে
    গোতাবায়া রাজাপাকসে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ (মঙ্গলবার) বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালাতে ব্যর্থ হয়েছেন। তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু দেশটির অভিবাসন কর্মকর্তাদের বাধায় তিনি বিদেশ যেতে পারেননি।

শ্রীলঙ্কার কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, ৭৪ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে স্ত্রীসহ কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাঁটিতে ছিলেন। সেখান থেকেই আজ সকালে বিমানবন্দরে যান। বিমানবন্দরে গিয়ে ভিআইপি স্যুইটে অপেক্ষা করেন। নিরাপত্তার জন্যই প্রেসিডেন্টকে সেখানে রাখা হয়। এরপর তার পাসপোর্ট সিল মারার জন্য অভিবাসন কর্মকর্তাদের ভিআইপি স্যুইটে যেতে বলা হয়। কিন্তু তারা পাসপোর্টে সিল মারতে অস্বীকার করেন।

এর আগে গতকাল গোতাবায়া পদত্যাগপত্রে সই করেছেন। তার পদত্যাগপত্র কার্যকর হবে আগামীকাল বুধবার থেকে। দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে আগামীকাল প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা  করনে।

এদিকে, গোতাবায়ার ছোট ভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে গোপনে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীদের বাধার কারণে তার সেই চেষ্টা ভণ্ডুল হয়েছে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ